তেল কোম্পানিগুলো দৈনিক ২.৩ বিলিয়ন পাউন্ড লাভ করেছে

এক নতুন সমীক্ষায় দেখা গেছে, তেল ও গ্যাস ইন্ডাষ্ট্রি গত অর্ধ শতাব্দি (৫০ বছর) ধরে দৈনিক ২ দশমিক ৮ বিলিয়ন ডলার (২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড) লাভ করে আসছে। ১৯৭০ সাল থেকে পেট্রোস্টেটস্ ও জীবাশ্ম জ্বালানি কোম্পানীগুলো যে বিশাল অর্থ অর্জন করেছে তার মোট পরিমান ৫২ ট্রিলিয়ন ডলার। এজন্য তারা প্রত্যেক রাজনীতিবিদ ও প্রতিটি সিস্টেমকে কিনে নেয়া এবং জলবায়ূ সংকট সংক্রান্ত কর্মকান্ড বিলম্বিত করার পন্থাও অবলম্বন করেছে। বিশ্লেষক অধ্যাপক অ্যাভিয়েল ভারব্রুগগেন এমন মন্তব্য করেছেন। এছাড়া বিভিন্ন দেশে সিন্ডিকেটিংয়ের মাধ্যমে তেল ও গ্যাস সরবরাহ সীমিত করার মাধ্যমেও এই লাভের অঙ্ককে আরো স্ফীত করা হয়েছে। এই সমীক্ষা একটি একাডেমিক জার্নালে প্রকাশিত হবে।…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button