জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সৌদি আরবসহ নতুন ৫ দেশ অন্তর্ভুক্ত
নিরাপত্তা পরিষদে নতুন পাঁচটি দেশকে সদস্য হিসেবে নির্বাচিত করেছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ অধিবেশনে সৌদি আরব, চাঁদ, নাইজেরিয়া, চিলি, লিথুয়ানিয়া কে সদস্য করা হয়। বৃহস্পতিবারের অধিবেশনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এসব দেশগুলোকে অর্ন্তভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়। খবর আল-জাজিরা।
এদিকে সৌদি আরব, চাঁদ ও নাইজেরিয়ার মানবাধিকার প্রসংগে আপত্তি তুলে মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করে। তারা দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের আহবান জানিয়েছে।
নতুন নির্বাচিত ৫ টি দেশ আজারবাইজান, গুয়াতেমালা, পাকিস্তান, মরক্কো ও টেগোর স্থলাভিষিক্ত হবে। নতুন পাঁচ সদস্য দুই মেযাদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের দায়িত্ব পালন করতে পারবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। এছাড়া বাকি অস্থায়ী দশ সদস্যের সে ক্ষমতা নেই।
অধিবেশনে জাতিসংঘের ১৯১ টি সদস্য রাষ্ট্রের ভোটাভুটিতে লিথুয়ানিয়া ১৮৭ ভোট, চিলি ও নাইজেরিয়া ১৮৬ ভোট, চাঁদ ১৮৪ ভোট এবং সৌদি আরব পেয়েছে ১৭৬ ভোট।