সিলেটের বন্যার্ত মানুষের সহায়তায় ইস্ট লন্ডন মসজিদে ৪০ হাজার পাউন্ড সংগ্রহ
সিলেটের বন্যাদুর্গত মানুষের সাহায্যে ইস্ট লন্ডন মসজিদ নিজস্ব উদ্যোগে ও বিভিন্ন চ্যারিটি সংস্থার মাধ্যমে ৪০ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করেছে। এই অর্থে বন্যার্ত মানুষের মধ্যে ইতোমধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
গত ১১ মে উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে বৃহত্তর সিলেটের প্রায় ৭৫ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ৩০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। মানুষ ঘরের ছাদে এবং সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয়গ্রহণ করে। ফলে গোটা সিলেটে মানবিক বিপর্যয় নেমে আসে। সিলেটের মানুষের এই চরম দুর্দিনে বিভিন্ন চ্যারিটি সংস্থা এগিয়ে আসে। এগিয়ে আসে যুক্তরাজ্যের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টার। মসজিদটি নিজ উদ্যোগে ফান্ডরেইজিং করা ছাড়াও বিভিন্ন চ্যারিটি পার্টনারকে ফান্ডরেইজিংয়ের সুযোগ করে দেয় এবং সকলে মিলে ৪০ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী প্রেরণ করে।
ধারাবাহিকভাবে চলা ফান্ডরেইজিং কার্যক্রমের মধ্যে সর্বপ্রথম ২১ জুন মঙ্গলবার বাংলাদেশ রিজেনারেশনাল ট্রাস্ট ইউকে ৪ হাজার ২১৪ পাউন্ড সংগ্রহ করে। এরপর ২৩ জুন বৃহস্পতিবার গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে ২ হাজার ৩০০ পাউন্ড, ২৪ জুন শুক্রবার কানাইঘাট এসোসিয়েশন ইউকে ২ হাজার পাউন্ড, ১ জুলাই শুক্রবার ইসলামিক রিলিফ ইউকে ৮ হাজার ২৩৫ পাউণ্ড এবং ৮ জুলাই মুসলিম এইড ৬ হাজার পাউন্ড সংগ্রহ করে । আর ইস্ট লন্ডন মসজিদ নিজস্ব উদ্যোগে বাকেট কালেকশন ও অনলাইন মাধ্যমে ১৮ হাজার পাউন্ড সংগ্রহ করে। সবমিলিয়ে সংগৃহিত অর্থের পরিমাণ ৪০ হাজার ৭৪৯ পাউন্ড।
উল্লেখ্য, বর্তমানে বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষের দুর্ভোগ আরো বেড়ে গেছে। শতশত মানুষ গৃহহীন ও নিঃস্ব হয়ে পড়েছে। বানের পানির তোড়ে কাঁচা ও আধাপাকা ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। অনেক এলাকায়ই রাস্তাঘাট কালভার্ট সেতু ভেঙ্গে যাওয়ায় মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্বিসহ জীবনযাপন করছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসা সকলের মানবিক দায়িত্ব।