টাওয়ার হ্যামলেটসে ফেইথ গ্রান্টসের ২য় রাউন্ড এর উদ্বোধন
ধর্মীয় প্রতিষ্ঠান এর সংস্কার কাজে অনুদান প্রদানের প্রজেক্ট ফেইথ গ্রান্টস-এর ২য় রাউন্ড এর শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার৷ নির্বাহী মেয়র লুতফুর রহমান তিন মিলিয়িন পাউন্ড এর এই ফান্ড এর ২য় পর্যায়ের উদ্বোধন ঘোষনা করেন৷ প্রথম রাউন্ডে ১০হাজার থেকে ৭৫ হাজার পাউন্ড পর্যনত্ম অনুদানের আবেদন করার সুযোগ ছিলো, বর্তমানে সর্বচ্চ ৩শ হাজার পাউন্ড পর্যনত্ম আবেদন করা যাবে৷ প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী এই আবেদন করতে হবে৷
স্টেপনির সেন্ট ডানস্টান চার্চে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, চার্চ, মসজিদ, সিনাগগ ও মন্দির সকল ধমীয় প্রতিষ্ঠানই সুন্দর শান্তিপূর্ণ সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে৷ তাই তাদের ভবনের সুরক্ষায় এবং সংস্কার আমরা সহযোগিতার হাত বাড়াতে পেরে খুবই আনন্দিত৷
তিনি বলেন, আমরা শিক্ষা, হাউজিং, কমিউনিটি সেইফটিসহ সকল প্রধান প্রধান সেক্টরে নিরলস কাজ করে যাচিছ৷ একই সাথে আমাদের ফেইথ কমিউনিটির প্রতিও আমাদের দায়িত্ব পালন করতে চাই৷
অনুষ্ঠানে ফেইথ গ্রান্ট থেকে অনুদান পাওয়ায় নির্বাহী মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টেপনি চার্চের রেক্টর ফাদার ট্রেভর ক্রেচলো৷
অনুষ্ঠানে জুটস কমিউনিটি লিডার লিওন সিলভার, কাউন্সিল অব মস্ক এর চেয়ার মাওলানা সামসুল হকসহ বিভিন্ন মসজদি, চার্চ, সিনাগম এর প্রতিনিধিরা অংশনেন৷ তারা কাউন্সিলের কর্মকর্তাদের কাছ থেকে অনুদানের আবেদনের ব্যাপারে খুটিনাটি তথ্য নেন৷
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাউন্সিল থেকে ফেই গ্রান্ট প্রদানের কোনো পলিসি ছিলো না৷ সেটির পরিবর্তন করে প্রয়োজন মতো ফান্ডিং প্রদানের ব্যবস্থা নিয়ে কমিউনিটির প্রতি ফেইথ গ্রুপের অবদানের স্বীকৃতি দিলেন টাওয়ার হ্যামলেটস-এর নির্বাহী মেয়র লুতফুর রহমান৷
সকল ধর্মীয় নেতারা নির্বাহী মেয়রের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ফান্ডিং কার্টের কঠিন সময়ে এই ফেইথ গ্রান্ট বৃটেনের অন্যান্য এলাকার জন্য উদাহরন হয়ে থাকবে৷
উল্লেখ্য, ইতিমধ্যে ৪৫টি ফেইথ প্রতিষ্ঠান প্রাথমিক অনুদান পেয়েছে, এর মধ্যে রয়েছে ২৪টি মসজিদ৷ দুটি মন্দির, এবং সিনাগগসহ বাকীগুলো পেয়েছে চার্চ৷
প্রথম রাউন্ডে ২৪টি মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার যথানিয়মে আবেদন করে গ্রান্ট পেয়েছে৷ নিচে এর তালিকা প্রদান করা হলো:
১) এভারফিলডি মসজদি: ১৫,০০০ পাউন্ড
২) বায়তুল আমান মসজিদ: ২০,০০০ পাউন্ড
৩) বিশপউয়ে মসজিদ: ২৫,০০০ পাউন্ড
৪) বো মুসলিম কালচারাল:১০,০০০ পাউন্ড
৫) বার্ডেট মসজিদ: ২৫,০০০ পাউন্ড
৬) সিটি বাংলাদেশী কালাচারাল সেন্টার: ১০,০০০ পাউন্ড
৭) কোভেন্ট্রি ক্রস ইসলামিক সেন্টার: ২৫,০০০ পাউন্ড
৮) দাওয়াতুল ইসলাম সেন্টার: ১০,০০০ পাউন্ড
৯) ডরসেট মসজিদ: ১৫,০০০ পাউন্ড
১০) ইস্ট লন্ডন মসজিদ: ১০,০০০ পাউন্ড
১১) ইব্রাহিম কলেজ: ৮,০০০ পাউন্ড
১২) এশাতুল ইসলাম মসজিদ: ২৫,০০০ পাউন্ড
১৩) গেস্নাবটাউন মসজিদ:১০,০০০ পাউন্ড
১৪) হিফজুল কোরআন একাডেমী: ৫,০০০ পাউন্ড
১৫) লেন্সবারী এস্টেট মসজিদ: ২০,০০০ পাউন্ড
১৬) মাজাহিরুল উলুম মাইল্যান্ড: ২৫,০০০ পাউন্ড
১৭) রেডকোর্ট মসজিদ: ২০,০০০ পাউন্ড
১৮) শেডওয়েল জামে মসজিদ: ২০,০০০ পাউন্ড
১৯) শাহপরান মসজিদ: ১০,০০০ পাউন্ড
২০) সর্ডিচ মসজদি: ২৫,০০০ পাউন্ড
২১) টার্নাস রোড মসজিদ: ১০,০০০ পাউন্ড
২২) ওয়েস্টফেরী মসজিদ: ১৫,০০০ পাউন্ড
২৩) দারুল হাদিস লতিফিয়া: ১০,০০০ পাউন্ড
২৪) ওয়ানস্টপ কমিউনিটি সেন্টার: ১৫,০০০ পাউন্ড