সুদের হার ০.৫% বৃদ্ধির ঘোষণা
৫ লাখেরও বেশি বাড়ির মালিক ‘মর্গেজ টাইম বোমা’র বিস্ফোরণের সম্মুখীন
মূল্যস্ফীতি ১১ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস
লন্ডন ও সাউথ ইস্ট-এর ৫ লাখেরও বেশি বাড়ির মালিক ‘মর্গেজ টাইম বোমা’র বিস্ফোরণের সম্মুখীন। এক নতুন সমীক্ষা এ তথ্য প্রকাশিত হয়েছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মনিটরি পলিসি কমিটি গত বৃহস্পতিবার সুদের হার ০.৫% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এভাবে স্বল্প নির্ধারিত সুদ হারের সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন রাজধানীর আশেপাশের ৫ লাখ ৬৫ হাজার লোক। যাদেরকে প্রতি মাসে অতিরিক্ত শতাধিক পাউন্ড প্রদান করতে হবে বন্ধকী সুদ বাবদ।
এক পরিসংখ্যানে দেখা গেছে, লন্ডন ও সাউথইস্টের ২১ লাখ বন্ধক গ্রহীতার মধ্যে প্রায় ২৭ শতাংশ লোক ফিক্সড রেইট অর্থাৎ নির্ধারিত হারের বন্ধক সুবিধা পেয়ে আসছেন। আগামী ২৪ মাস বা এর চেয়ে কম সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে।
ব্যাংক অব ইংল্যান্ডের উপর্যুপরি বেইজ রেইট বৃদ্ধির মানে হচ্ছে, একটি ট্র্যাকার রেইটের প্রচলিত বন্ধক গ্রহিতাকে ইতোমধ্যে মাসিক ১০৪ পাউন্ড অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে। এছাড়া আরেক দফা বৃদ্ধি জনিত কারণে শীঘ্রই তাদেরকে আরো অধিক অর্থ পরিশোধ করতে হবে।
এমপিসি কর্তৃক সুদের হার আরো ০.৫ বৃদ্ধির ফলে অতিরিক্ত ৫২ পাউন্ড বাড়ছে, যা মাসে ১৫৬ পাউন্ড এবং বার্ষিক ১৮৭২ পাউন্ডে উন্নীত হচ্ছে। জ্বালানি বিল বৃদ্ধি ও সাধারণ মূল্য বৃদ্ধির ফলে এমনটি ঘটছে।
অর্থনীতিবিদরা বলেন, লন্ডনের বাসিন্দাদের বন্ধকের হার এমনিতেই অনেক বেশি, এ অবস্থায় নির্ধারিত হারের চুক্তির মেয়াদ শেষ হলে হাজারো বন্ধকগ্রহিতাকে বড়ো ধরনের অর্থ পরিশোধের সম্মুখীন হতে হবে।
লিবারেল ডেমোক্রেট দলের অর্থ বিষয়ক মুখপাত্র সারাহ বলেন, এটা উর্ধমুখী বিল মেটাতে হিমশিম খাওয়া বাড়ির মালিকদের উপর বড়ো ধরনের আঘাত। এই শীতকালে অকল্পনীয়ভাবে বর্ধিত জ্বালানি বিলের সম্মুখীন পরিবার ও পেনশন ভোগীদের জন্য এই বন্ধক টাইম বোমা হয়ে দেখা দিতে পারে।
সুদের হারের এই বৃদ্ধি এসেছে এই উদ্বেগের সময় যে অক্টোবর মাসে জ্বালানি বিল কম পক্ষে ৩ হাজার ৪০০ পাউন্ডে উন্নীত হতে পারে এবং ব্যাংক অব ইংল্যান্ড চলতি বছরের শেষ দিকে মূল্যস্ফীতি ১১ শতাংশে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।