ইসলাম বিদ্বেষী আলেম হত্যাকারীদের আরো কঠিন জবাব দিতে হবে
কাওছার : গাজীপুর নব গঠিত সিটি করর্পোরেশনের প্রথম নির্বাচনে ১৮ দলের সমর্থক প্রার্থীর বিজয়ে হেফাজতে ইসলাম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড শাখা আয়োজিত শুকরিয়া সমাবেশে এবং দোয়া মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ইসলাম বিদ্বেষী গণহত্যাকারীদের প্রত্যাখ্যান শুরু করেছে। আগামীতে আরো কঠিন পরণতি অপেক্ষা করছে ইসলাম বিদ্বেষী ও আলেম হত্যাকারীদের জন্য। যারা রাজপথে আলেম ওলামা হত্যা করে তাদেরকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কখনো সমর্থন করে না। এর প্রমাণ ইতোমধ্যে ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনে পাওয়া গেছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন।
গত ৭ জুলাই পূর্ব লন্ডনের আল হুদা সেন্টার মিলনায়তনে তাৎক্ষণিক আয়োজিত সমাবেশে বক্তারা আরো বলেন, রাজপথে আলেম ওলামাকে হত্যা করার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার প্রধানের পক্ষ থেকে উপহাস করা হয়। আলেম ওলামার রক্তে রঞ্জিত রাজপথকে সরকার প্রধান রং মাখিয়ে শুয়ে থাকার সঙ্গে তুলনা করে উপহাস করেছেন। এই উপহাসের জবাব গাজীপুরবাসী কিছুটা দিয়েছে। আগামীতে সারা দেশের মানুষ এর জবাব দিতে প্রস্তুত রয়েছে। বক্তারা বলেন, ৫ মে রাতে মতিঝিলে গণত্যার শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, এর আগে গুলিস্তান বায়তুল মোকাররম এলাকায় হায়েনাদের আক্রমণে যারা শহীদ হয়েছেন তাদের রুহ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের দিকে তাকিয়ে রয়েছে। তাদের রুহ চিৎকার করে বলছে, আল্লাহর নবীর ই্জ্জত রক্ষার জন্য আমরা শহীদ হয়েছি। আমাদের রক্তের সঙ্গে বাংলাদেশের ঈমানদার মানুষ বেঈমানী করতে পারে না। বাংলাদেশের মানুষ শহীদদের রক্তের সঙ্গে কখনো বেইমানী করে না। বক্তারা বলেন, ক্ষমতায় আসার আগে যারা ইসলামের লেবাস ধারণ করে মানুষকে ধোঁকা দেয়, ক্ষমতায় এসে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। এর প্রমাণ হচ্ছে বর্তমান ইসলাম বিদ্বেষী সরকার।
হেফাজতে ইসলাম যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড-এর সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকরিয়া ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফজাতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেফজাতে ইসলাম ইউরোপের আমীর মুফতি শাহ সদর উদ্দিন। হেফাজতে ইসলাম ইউকের সদস্য সচিব মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউরোপের সমন্বয়কারী মাওলানা শুয়াইব আহমদ, হেফাজতে ইসলাম নেতা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল মুনতামিক, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা শাহ মিজানুল হক, মুফতি হুছেইন মোহাম্মদ সুলতান, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথি, মাওলানা হিফজুল করিম মাশুক, মাওলানা তাযিদুল ইসলাম, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা জাবির আহমদ, মাওলানা নূফাইস আহমদ, মাওলানা আনিছুর রহমান, মাওলানা ফখরুদ্দিন বিশ্বনাথি, মো: আবদুল করিম উবায়েদ প্রমুখ। এছাড়া হেফাজতে ইসলামের যুক্তরাজ্য শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন , ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের পরাজয়ের পর ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য ফাটল ধরানোর অপচেষ্টা চালানো হবে। এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। যে কোন মূল্যে ইসলামী শক্তির ঐক্যকে আরো সুদৃঢ় করে আগামী জাতীয় নির্বাচনে ইসলাম বিদ্বেষীদের কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিতে হবে।