যুক্তরাজ্যে যানবাহনের জন্য ৪ টি নতুন আইন চালু হচ্ছে
যুক্তরাজ্যে চলতি মাসে যানবাহন সংক্রান্ত চারটি নতুন আইন চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে চালকদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত। এটা অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে। সংশ্লিষ্টদের এসব আইনের সাথে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন আইনে যানবাহন চালকদের তাদের ভ্রমনকালীন সময়ে ‘পরিষ্কার বায়ুর অঞ্চল’ সম্পর্কে সচেতন থাকতে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে আইন লংঘনের দায়ে যাতে জরিমানা গুণতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। লিজিং কোম্পানী লিজকারডট ইউকে এর জনৈক মুখপাত্র বলেন, চলতি গ্রীষ্মে সকল যানবাহন চালকের যানবাহন বিধি পরিবর্তনের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ন। কাউকে যেনো জরিমানা দিতে না হয় এবং শুধুমাত্র হালনাগাদ বিধিমালা না জানার কারনে মারাত্মক ড্রাইভিং পেনাল্টির…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login