প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসার শূন্য : জামায়াত
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে অন্তঃসার শূন্য বলে অভিহিত বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর ভাষণের পর দলটি পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে যে বিভ্রান্তিকর ভাষণ দিয়েছেন দেশবাসী তা প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসার শূন্য এবং কথামালার ফুলঝুড়ি ছাড়া আর কিছুই নয়। তার এ ভাষণ জাতির কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জনগণের আন্দোলন বানচাল করার হীনউদ্দেশ্যেই প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জাতির কাছে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। দেশের শতকরা ৯০ জন মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে।
আগামী ২৪ অক্টোবরের আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান।
বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল এবং দেশের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তার সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমল সম্পর্কে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন- তা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। তার এ ভাষণ দূরভিসন্ধিমূলক এবং মিথ্যাচারের দলিল।
অন্যদিকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রতিক্রিয়া বিএনপি শনিবার আনুষ্ঠানিকভাবে জানাবে বলে বিএনপি সুত্রে জানা গেছে।