প্রধানমন্ত্রীর ভাষণ অষ্পষ্ট : জাতীয় পার্টি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ অষ্পষ্ট এবং এতে তার সর্বদলীয় সরকারের রুপরেখা নিয়ে পরিষ্কার বক্তব্য নেই বলে বলছে মহাজোট শরিক জাতীয় পার্টি। শনিবার দুপুরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রতিক্রিয়া জানান। এতে তিনি বলেন, জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ অস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সর্বদলীয় জাতীয় সরকারের কথা বলেছেন। এ সরকারের প্রধান কে হবেন, তা তিনি স্পষ্ট করেননি। ওই সময় জাতীয় সংসদ বহাল থাকবে কি না, থাকলে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বহাল থাকবে কি না, এ ব্যাপারেও কিছু বলেননি। এ ছাড়া, সর্বদলীয় সরকারের রূপরেখা ও কার্যপরিধি কী হবে, তাও স্পষ্ট নয়। এর আগে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হয়। সংবাদ সম্মেলনে জাতীয় পাটির্র সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ ও জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।