গার্ডকে হত্যা করে ইসলামী ব্যাংকের ৭২ লাখ টাকা লুট
কালীগঞ্জ শহরে ইসলামী ব্যাংকের গার্ড সাবেক সেনা সদস্য আইয়ুব হোসেন (৪৭) কে হত্যা করে ব্যাংকের ভোল্ট থেকে ৭২ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। নিহত আইয়ুব হোসেন যশোর জেলার কচুয়া বাজার খালপাড়া এলাকার বাবুল শেখের ছেলে। তাকে কখন হত্যা করা হয়েছে তা পুলিশ জানাতে পারেনি। গতরাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আইয়ুব হোসেন ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। গতকাল সকাল ১০টা পর্যন্ত তার ডিউটি ছিল। সকাল ১০টায় বদলি গার্ড আবদুস শুকুর ডিউটিতে এসে তাকে খুঁজে না পেয়ে কর্তৃপকে খবর দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকেন। সারাদিনেও তাকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষ সন্ধ্যায় পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংকের তৃতীয় তলার তালা ভেঙ্গে সিঁড়ি থেকে গার্ড আইয়ুব হোসেনের লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি কোকাকোলার বোতল পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোকাকোলার সঙ্গে চেতনানাশক খাইয়ে অথবা শ্বাসরোধ করে গার্ড আইয়ুব হোসেনকে হত্যা করা হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান জানান, ব্যাংকের ভোল্টে প্রায় ৭২ লাখ টাকা ছিল। ওই টাকা লুট করা হয়েছে।