তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেল্টারে বসবাসকারী জনৈক গৃহহীন ব্যক্তিকে কিছু প্রশ্ন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আইটিভি নিউজ এর এক ভিডিও ফুটেজে গত শনিবার দেখা যায়, প্রধানমন্ত্রী লন্ডনের একটি হোমলেস শেল্টারে খাবার পরিবেশন করছেন।
এসময় জনৈক গৃহহীন ব্যক্তি ডীনকে তিনি জিজ্ঞেস করেন : আপনি কি কোন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন? জবাবে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীকে বলেন, না আমি গৃহহীন, আমি আসলেই একজন গৃহহীন।
ভিডিও ক্লিপটি সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অনেকে বাক্যলাপের বিষয়ে সুনাকের সমালোচনায় মুখর হন। অনেকে এটাকে ‘বিদঘুটে’ বলে মন্তব্য করেন। সংক্ষিপ্ত বাক্যলাপের সূচনা হয় সুনাক যখন ডীনকে নাস্তা পরিবেশন করছিলেন। ডীন তাকে জিজ্ঞেস করেন, আপনি কি অর্থনৈতিক সমস্যার সমাধান করছেন? ডীন তাকে জানায় যে সে ব্যবসায় আগ্রহী।
সুনাক তাকে জিজ্ঞেস করেন, কী ধরনের ব্যবসা তিনি পছন্দ করেন। গৃহহীন ব্যক্তিটি বলেন, ফাইন্যান্স। সুনাক তথন বলেন, তিনিও ফাইন্যান্সে কাজ করতেন। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, এটা কি সেরকম কিছু যাতে আপনি ঢুকতে পছন্দ করেন।
ডীন জবাব দেয়, হ্যাঁ, আমি এতে কিছু মনে করবো না। তবে আমি জানিনা প্রথমে আমি কি ক্রিসমাস পেরোতে পারবো কি-না। টুইটারে ভিডিওটি শেয়ার করে প্রধান বিরোধী দল লেবার পার্টির ডেপুটি লীডার অ্যান্জেলা বলেন, এটা যন্ত্রণাদায়ক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button