ইমিগ্রেশন অপরাধে জড়িত সন্দেহে হোম অফিসের স্টাফ গ্রেফতার
যুক্তরাজ্যে সরকার বলেছে, ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধে জড়িত সন্দেহে হোম অফিসের জনৈক স্টাফকে গ্রেফতার করা হয়েছে। সরকারী অফিসে অসদাচরন ও চুরির ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে উক্ত ব্যক্তি ছাড়াও গ্রেফতারকৃত আরো ৩ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। হোম অফিস তাদের নাম প্রকাশ করেনি। তারা কী জব করেন তা নিদিষ্টি করে বলেনি হোম অফিস। তবে তারা যে বোর্ডার ফোর্স কর্মচারী নন, এটা উল্লেখ করেছে।
হোম অফিসের জনৈক মুখপাত্র বলেন: গত ৬ ডিসেম্বর হোম অফিস এন্টিকরাপশন ইউনিট সরকারী অফিসে অসদাচারণ এবং চুরির ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে ইমিগ্রেশন স্টাফদের চারজন সদস্যকে গ্রেফতার করে। আরো তদন্ত চলাকালীন সময়ে তাদের মুক্তি দেয়া হয়েছে। সাথে সাথে তাদেরকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। তিনি আরো বলেন, ষড়যন্ত্রের দায়ে আটক হওয়া একজন আগেও গ্রেফতার হন এবং তখন ইমিগ্রেশন অপরাধে জামিন লাভ করেন। আমরা আমাদের স্টাফদের উচ্চ মানসম্পন্ন হিসেবে প্রত্যাশা করি। যখনই আমরা অপকর্মের অভিযোগ পাই, তৎক্ষনাৎ তাদেরকে কঠোর তদন্তের আওতায় আনা হয় এবং চূড়ান্ত পদক্ষেপ গ্রহনে আমরা আমরা দ্বিধা করিনি।
উল্লেখ্য, সন্দেহভাজনদের বিষয়ে আর কোন বিস্তারিত বিবরণ কিংবা কোথায় তারা কাজ করেন, সে বিষয়ে কোন তথ্য প্রদান করা হয়নি। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। ইমিগ্রেশন স্টাফরা ভিসা, ইমিগ্রেশন ডিটেনশন এবং আইন প্রয়োগসহ একটি বিস্তৃত ক্ষেত্রে কাজ করেন। একটি সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃতদের মধ্যে ইমিগ্রেশন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক ব্যক্তি প্রায় কুড়ি বছর আগে একজন টিনেজার হিসেবে যুক্তরাজ্যে আসেন। তার বিরুদ্ধে অভিযোগসমূহের প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, ব্রিটেনে থাকার জন্য আবেদনপত্রে তিনি তার নিজ বা মূল দেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেন।