বিশ্বের কোটি কোটি ই-মেইলে আড়ি পেতেছে মার্কিন গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ বিশ্বের কোটি কোটি ব্যক্তিগত ই-মেইল ঠিকানা সংগ্রহ করে তাতে আড়ি পেতেছে। এগুলোর অনেক রয়েছে মার্কিন নাগরিকদের। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে এ খবর জানানো হয়েছে। গত জুনে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করার মাধ্যমে যা প্রকাশ পেয়েছিল, ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টে তা আরো জোরাল হলো যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার উপাত্ত সংগ্রহের আওতা সীমাহীন। যুক্তরাষ্ট্রের এনএসএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে ইন্টারনেট বা টেলিফোন ব্যবহারকারী প্রতিটি ব্যক্তির একান্ত ও ব্যক্তিগত তথ্য। রাশিয়ায় গোপন নথি নিয়ে যাইনি : স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ) থেকে নেয়া কোনো গোপন নথি নিজের সাথে রাশিয়ায় নিয়ে যাননি বলে দাবি করেছেন এনএসএ’র সাবেক ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেন স্নোডেন। আড়িপাতাবিষয়ক এনএসএ’র গোপন গোয়েন্দা কার্যক্রম ফাঁস করে দিয়ে সাবেক গোয়েন্দা স্নোডেন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েন এবং বর্তমানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায় আছেন। মস্কো আসার আগে সব নথি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন।