২০২২ সালে ৭ কোটি যাত্রী বহন করেছে টার্কিশ এয়ারলাইন্স
তুরস্কের পতাকাবাহী রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স গত বছর ৭ কোটি ১৮ লাখ যাত্রী বহন করেছে। গত শুক্রবার এয়ারলাইনের প্রেস অফিস স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত এয়ারলাইনটির আসন সংখ্যা ৮০.৬ শতাংশ পূর্ন ছিলো। এর মধ্যে শতাংশ আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৮০.১ শতাংশ এবং ৮৫.৮ শতাংশ অভ্যন্তরীন ফ্লাইটে। ২০২২ সালে এই এয়ারলাইনের কার্গো-মেইল ট্রাফিকের পরিমান ছিলো ১৭ লাখ টন।
শুধুমাত্র ডিসেম্বর মাসেই প্রতিষ্ঠানটি ৫৫ লাখ যাত্রী বহন করে এবং এসময় ৮১.৬ শতাংশ আসন পূর্ন ছিলো এয়ারলাইনের। ডিসেম্বরে প্রতিষ্ঠানটির পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৩৭৪ এ পৌঁছে। ঐ মাসে এই এয়ারলাইন্স ১ লাখ ৩৭ হাজার ৫ শ টন কার্গো-মেইল পরিবহন করে।