যুক্তরাজ্যে তিনটি ওয়্যারহাউস বন্ধ করবে অ্যামাজন: ১২ শ’ চাকুরী ঝুঁকিতে
বিশ্বখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন যুক্তরাজ্যে তাদের ৩০ টিরও বেশী ওয়্যারহাউস বা গোদামঘরের মধ্যে ৩টি বন্ধ করে দেয়ার কথা ঘোষনা করেছে। এর ফলে ১২ শ’ কর্মীর চাকুরী ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। কোম্পানীর ডনকাস্টার, হার্টফোর্ডশায়ারের হেমেলে হেম্পস্টেড এবং পশ্চিম স্কটল্যান্ডের গোরক এলাকার গোদামসমূহে কর্মরত শ্রমিক-কর্মীদের অ্যামাজনের অন্যান্য প্রতিষ্ঠানে কাজ দেয়া হবে। গোরক এলাকার প্রায় ৩০০ শ্রমিক এভাবে স্থানান্তর চাইবে বলে মনে হয় না, কারন এর নিকটবর্তী অ্যামাজনের কোন প্রতিষ্ঠান নেই। একই সমস্যা ডনকাস্টার এবং হার্ডফোর্ডশায়ারের ওয়্যারহাউসের ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। পুরোনো সাইটগুলো বন্ধ হওয়ার বিষয়টি সামনে এসেছে, যখন কোম্পানীটির ওয়েস্ট মিডল্যান্ডস- এর পেডিমোর, স্টকটন-অন-টিজ এবং কাউন্টি ডুরহ্যামে নতুন ডেলিভারী ওয়্যারহাউস অর্থ্যাৎ সরবরাহ গোদাম চালুর প্রস্তুতি নেয়া হয়েছে। এসব ওয়্যারহাউসে আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে।
অ্যামাজন বলেছে, ‘আমরা যুক্তরাজ্যব্যাপী আমাদের গ্রাহক, কর্মী ও কমিউনিটিসমূহের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো’।
কোম্পানীটির জনৈক মুখপাত্র বলেন, আমাদের নেটওয়ার্ক মূল্যায়নের অংশ হিসেবে আমরা পুরোনো সাইটগুলো বন্ধ করে দিতে পারি, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে বর্ধিত কিংবা নতুন সাইট খুলতে পারি। আমরা ২০২৩ সালে প্রস্তাবিত তিনটি ফুলফিলমেন্ট সেন্টারের বন্ধের বিষয়ে একটি পরামর্শ কেন্দ্র চালু করেছি। গত সপ্তাহে বিশ্বব্যাপী অ্যামাজনের ১৮ হাজার চাকুরী কর্তনের পরিকল্পনার কথা ঘোষনার পর, বিশেষভাবে এর হেড অফিসগুলোতে চাকুরী কর্তনের ঘোষনার পর এই চাকুরী হারানোর শংকা সৃষ্টি হয়েছে। ২০২১ সালের গ্রীষ্মকাল থেকে প্রধান নির্বাহী হিসেবে কাজটির তদারকি করছেন এনড্রু জেসি। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে অ্যামাজন এই পরিকল্পনা গ্রহন করেছে। তারা দেখতে পেয়েছে, গ্রাহকরা ব্যয় সংকোচন করেছেন। এর ফলে অনলাইন রিটেইলারকে সম্মুখীন হতে হয়েছে কঠিন বাস্তবতার। বর্তমানে কোম্পানীটি ঝুঁকেছে গ্রোসারি, ওউন-লেভেল টেকনোলজি ও ফ্যাশনসহ নতুন ব্যবসা ক্ষেত্রের দিকে।