যুক্তরাজ্যে শিক্ষকদের ধর্মঘটে ২৬০০ স্কুল বন্ধ
বেতন ও কাজের পরিবেশের উন্নতির দাবিতে শিকদের ধর্মঘটের কারণে যুক্তরাজ্যের ২৬০০টির বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। দেশটির শিা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইউনিয়নের নেতারা এই ধর্মঘটকে ‘অসাধারণ সাফল্য’ বলে ঘোষণা করে বলেন, ল্যবস্তুতে থাকা চারটি অঞ্চলের যার মধ্যে লন্ডনও আছে ৮০ শতাংশের বেশি স্কুল কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। প্রস্তাবিত অবসরভাতার পরিবর্তন এবং জাতীয় বেতন কাঠামোর পরিবর্তে প্রতিটি স্কুলের জন্য পারফরমেন্সের ভিত্তিতে বেতনভাতা ঠিক করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার বিরুদ্ধেই মূলত শিকেরা আন্দোলনে নেমেছেন। শিকদের নিয়ে আন্দোলনের আয়োজনকারী সংগঠন এনইউটি’র সাধারণ সম্পাদক ক্রিস্টিন ব্লেয়ার বলেন, ‘আমরা একটা বিষয় খুব ভালো জানি যে, বাবা-মা তাদের সন্তানদের শিক্ষার জন্য কাজ করেন’।