বিশ্বসেরা ৫০ স্মার্ট কিশোর-কিশোরীর তালিকায় বাংলাদেশের শফিউল্লাহ

Shofiজগতে সব সময়ই কতিপয় স্মার্ট কিশোর-কিশোরীর সাক্ষাৎ পাওয়া গেছে। এদের অবিশ্বাস্য মেধায় চমকিত হয়েছে বিশ্ব। যেমন, ফরাসি গণিতবিদ এভারিস্তে গ্যালয় (১৮১১-১৮৩২)। তিনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ থিয়োরি আবিষ্কার করেছেন কিশোর বয়সেই। গণিতের এই শাখার বিকাশের মাধ্যমে অ্যালজেব্রার অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রধানতম হচ্ছে, আধুনিক কোয়ান্টাম মেকানিকসের মূল ব্যাখ্যা।
গ্যালয় তুখোড় মেধাবি ছিলেন ঠিকই, তবে পাগলাও ছিলেন। অল্প বয়সেই এক মেয়ের প্রেমের পড়লেন। সেই সুন্দরীর প্রেমে মজেছিলেন আরো একজন। কে তাকে পাওয়ার যোগ্য তা প্রমাণ করতে আয়োজন করা হয় দ্বৈরথের। এতে জয়ী হতে পারেননি গ্যালয়। আলিঙ্গন করতে হয় মৃত্যুকে মাত্র ২১ বছরেই।
কিশোর প্রতিভা নতুন কিছু নয়। তবে আগের তুলনায় সারাবিশ্বেই কিশোর প্রতিভার সংখ্যা বেশী লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে কেউ গ্যালয়ের মত আবিষ্কারক হিসেবে গণিতের জটিল সমস্যার সমাধান করেছেন। কেউ অসাধারণ শিল্পী, কেউ পারফরমার, কেউ উদ্যোক্তা। কেউ আবার এনসাই্ক্লোপিডিয়ার জ্ঞানভান্ডার মাথায় নিয়ে চলছে। অনেকে অনেকগুলো ভাষায় কথা বলেন। কেউ যেকোনো বানান নির্ভুল বলতে পারে।
এরা সবাই স্মার্ট। খুবই স্মার্ট। তাদের বয়সের তুলনায় অনেক তুখোড়।
কীভাবে তাদের বুদ্ধিমত্তা পরিমাপ করা হয়? সবচেয়ে জনপ্রিয় পরিমাপ ব্যবস্থা হচ্ছে, স্টানফোর্ড-বিনেট আইকিউ টেস্ট। এর মাধ্যমে মেনসা ইন্টারন্যাশনাল নামের উচ্চ আইকিউসম্পন্নদের সংগঠন এসব কিশোর মেধা পরিমাপের আয়োজন করে। গড় আইকিউ হচ্ছে ৮৫-১১৪। ১৪৪ বা এর বেশী আইকিউধারীদের প্রতিভা পর্যায়ের গণ্য করা হয়। (তবে কিছু প্রতিভা এই সূত্রে মাপা যায় না বা এই পরিমাপের উর্ধ্বে।)
সবকিছু বিবেচনা করে সারা বিশ্বের ৫০ স্মার্ট কিশোর-কিশোরী যে তালিকা করা হয়েছে তা নিচে উল্লেখ করা হলো।
১. জ্যাক আনদ্রাকা, ১৬, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র
২. জ্যাকব বার্নেট, ১৪, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র
৩. মেরিআন বেখটেল, ১৮, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
৪. শ্রি বোস, ১৮, টেক্সাস, যুক্তরাষ্ট্র
৫. ফোবি চাই, ১৫, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
৬. মার্কো কালাসান, ১৪, মেসিডোনিয়া, গ্রিস
৭. কলিন কার্লসন, ১৬, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
৮. মোশে কাই কাভালিন, ১৫, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
৯. আইনান সেলেস্তে কাওলি, ১৩, সিংগাপুর
১০. সিতান স্তান চেন, ১৭, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
১১. নিক দ্য আলিস্তো, ১৭, যুক্তরাজ্য
১২. এরিক ডিলাগো, ১৮, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
১৩. ক্যাথরিন ডি মারিয়া, ১৪, মিশিগান, যুক্তরাষ্ট্র
১৪. কেলভিন ডো, ১৬, সিয়েরা লিওন
১৫. টিম ডোনার, ১৭, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
১৬. সান্তিয়াগো গনজালেজ, ১৪, কলারাডো, যুক্তরাষ্ট্র
১৭. নোলান গুল্ড, ১৪, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
১৮. হো ইফান, ১৯, চায়না
১৯. অ্যাডাম হল্যান্ড, ১৭, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
২০. জো হুডি, ১৬, আরিজোনা, যুক্তরাষ্ট্র
২১. সাহিলা ইব্রাহিম, ১৬, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
২২. ইশা জাইন, ১৭, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
২৩. ইরিন কিং, ১৭, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
২৪. তালিয়া লিমান, ১৭, আইওয়া, যুক্তরাষ্ট্র
২৫. জ্যাসন লি, ১৫, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
২৬. লরেন মারবে, ১৬, যুক্তরাজ্য
২৭. দালুমুজি মালাংগা, ২০, জিম্বাবুয়ে
২৮. নেহা রামু, ১৩, যুক্তরাজ্য
২৯. শুরাইয়া রায়, ১৭, জার্মানি
৩০. গাব্রিয়েল সি, ১৫, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
৩১. নূর মুহাম্মদ শফিউল্লাহ, ১৭, বাংলাদেশ
৩২. কেনসেন শি, ১৭, টেক্সাস, যুক্তরাষ্ট্র
৩৩. রাঘব সুদ, ১৫, ইন্ডিয়া
৩৪. স্টিফেন আর. স্ট্যাফোর্ড ২, ১৬, জর্জিয়া, যুক্তরাষ্ট্র
৩৫. মারিসা স্টিফেনস, ১৬, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র
৩৬. লরেন্স সান, ১৬, অরিগন, যুক্তরাষ্ট্র
৩৭. আন্দ্রে সুসকো, ১৮, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
৩৮. আডোরা লিলি স্ভিটাক, ১৬, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
৩৯. আসিলি টেনকিয়াং, ১৭, ডেলাওয়ার, যুক্তরাষ্ট্র
৪০. ডাইলিন টো, ১৩, সিংগাপুর
৪১. নিথিন তুম্মা, ১৮, মিশিগান, যুক্তরাষ্ট্র
৪২. সারাহ ভোলজ, ১৭, কলারাডো, যুক্তরাষ্ট্র
৪৩. আরি ওয়েইনস্টেইন, ১৮, পেনিসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
৪৪. ব্রিটানি ওয়েংগার, ১৮, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
৪৫. টেলর উইলসন, ১৯, নেভাদা, যুক্তরাষ্ট্র
৪৬. ফারেল উ, ১৩, ফিলিপাইন
৪৭, ৪৮ ও ৪৯. দ্য ইপ কিডস, ব্রায়ান, ২০, মিশেল, ১৮ ও অ্যানথনি, ১০, সিংগাপুর
৫০. অ্যান্জেলা ঝাং, ১৬, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button