ইংল্যান্ড, ওয়েলসে অ্যাম্বুলেন্স কর্মীদের নতুন ধর্মঘট শুরু
গত সোমবার ইংল্যান্ড ও ওয়েলসে হাজার হাজার অ্যাম্বুলেন্স কর্মী কর্মবিরতি শুরু করেছেন। অমীমাংসিত মজুরীকে কেন্দ্র করে তারা ধর্মঘটে নেমেছে। ওয়েলসে এবং ইংল্যান্ডে ১০ অ্যাম্বুলেন্স ট্রাস্টের ৭ টির কর্মীরা ধর্মঘটে যোগ দিয়েছেন।
জিএমবি ইউনিয়ন এক টুইট বার্তায় বলেছে, এটা সম্পূর্ণভাবে একটি বধির ধরনের সরকারের দোষে ঘটছে, যারা মজুরী নিয়ে কথা বলা প্রত্যাখ্যান করেছে।
ইতোমধ্যে ১৪ শতাংশ মজুরী বৃদ্ধির একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করে স্কটল্যান্ডের স্বাস্থ্যকর্মীরা তাদের পরিকল্পিত ধর্মঘট স্থগিত করেছে। এছাড়া ডোভার, কেলেইস ককুয়েলিস ও ডানকার্কের বর্ডার ফোর্সের কর্মীরা ১৭ তারিখে শুরু হওয়া তাদের ৪ দিনের ধর্মঘটের শেষ দিন পালন করেছে।