হজ্বের ব্যয় ৬ হাজার পাউন্ড থেকে ১৪ হাজার পাউন্ড
চলতি বছর যুক্তরাজ্য থেকে যে সব মুসলিম হজ্বে যাবেন তাদেরকে জনপ্রতি ৬ হাজার ৪৫৫ পাউন্ড থেকে ১৪ হাজার ৩৪ পাউন্ড ব্যয় করতে হবে। লন্ডন ও মানচেষ্টার হতে মধ্য জুন থেকে জুলাইয়ের প্রথম ভাগ পর্যন্ত ২ সপ্তাহ বা ততোধিক মেয়াদে ফ্লাইটের জন্য এই অর্থ ব্যয় হবে। এতে বেসিক প্যাকেজ থেকে লাক্সারী প্যাকেজ অন্তর্ভূক্ত।
এ বছর হজ্ব অনুষ্ঠিত হবে ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। একটি অফিশিয়েল ইউকে হজ্ব টেলিগ্রাম গ্রুপের প্রকাশিত ডকুমেন্ট এবং সৌদী আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রনালয়ের উপাত্ত থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের গোড়ার দিকে প্রকাশিত এসব তথ্য থেকে জানা গেছে, পশ্চাত্যের দেশসমূহ থেকে হজ্ব পালনেচ্ছু ব্যক্তিদের ‘নুসুক’ নামে একটি নতুন অ্যাপের মাধ্যমে তাদের হজ্ব বুকিং দিতে হবে।
ইতোপূর্বে হজ্ব পালনেচ্ছু ব্যক্তিরা হজ্বের বুকিং দিতেন নিজ নিজ দেশের স্থানীয় ট্রাভেল এজেন্টদের মাধ্যমে। কিন্তু বর্তমানে সৌদী সংস্থাগুলো পশ্চিমা দেশগুলোর স্থানীয় এজেন্সীসমূহের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে হজ্বপালনেচ্ছুদের সহায়তা প্রদান করছে। স্থানীয় ব্রিটিশ এজেন্সীগুলোর মধ্যে রয়েছে আবু ঈসা, আরিফ হজ্ব, ডোম ট্যুরস, আল হিদায়াহ ট্রাভেল, হিজাজ ট্রাভেল, আল হিজাজ লন্ডন, ফ্লাইট এক্সপ্রেস, লাবায়েক, হাসান ট্রাভেল এন্ড ট্যুরস এবং বিলাল হজ্ব এন্ড উমরাহ।
গত বছর কয়েক হাজার হজ্ব পালনেচ্ছু যুক্তরাজ্য থেকে সৌদী আরবে গমনের প্রস্তুতি নেন। কিন্তু সৌদী সরকার শেষ মুহূর্তে বুকিং পদ্ধতি পরিবর্তন করলে তাদের প্রত্যাশা হতাশায় পরিনত হয়। যেসব মুসলিম ইতোমধ্যে তাদের হজ্বের অর্থ সম্পূর্ণ পরিশোধ করেন, তাদেরকে বলা হয় যে, ভিসা ইস্যু ও ফ্লাইটের বিস্তারিত তথ্য প্রদানের দায়িত্বে নিয়োজিত সৌদী হজ্ব ও উমরাহমন্ত্রনালয় বুকিংয়ের বিষয়ে হজ্ব অপারেটরদের অন্ধকারে ফেলে রেখেছি।
ধারনা করা হয়, সৌদী কর্তৃপক্ষ পশ্চিমা হজ্ব পালনেচ্ছুদের জন্য হজ্ব বুকিংয়ে বড়ো ধরনের পরিবর্তনের পরিকল্পনা গ্রহন করে। গত জুনে এটা নিশ্চিত করা হয়। এতে হজ্ব পালনেচ্ছু মুসলিমরা আশাহত হন। আর যুক্তরাজ্যের হজ্ব ও উমরাহ অপারেটর ইন্ডাষ্ট্রি রাতারাতি তাদের ব্যবসা গুটিয়ে ফেলে।