মিসরজুড়ে আবারো মুরসি সমর্থকের বিক্ষোভ
মিসরে সামরিক অভ্যুত্থানে মতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির হাজার হাজার সমর্থক সেনাবাহিনী ও সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে শ্লোগান দেয়। গত শুক্রবার জুমার নামাজের পর মিসরজুড়েই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রয়টার্স। মিসরের ইতিহাসের প্রথম অবাধ নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত ৩ জুলাই মতাচ্যুত করে সেনাবাহিনী। এক বছর মতায় থাকার পর কয়েক দিনের সরকারবিরোধী বিক্ষোভের পর মুরসিকে মতাচ্যুত ও বন্দী করেন জেনারেল সিসি। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, কায়রোর দক্ষিণ ফেইওআমে কয়েক হাজার মুরসি সমর্থক বিক্ষোভ করার সময় গুলিতে একজন আহত হন। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নীল অববাহিকার শহর জাগাজিগে স্থানীয় বাসিন্দাদের সাথে মুরসি সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়া ও বুহাইরা প্রদেশে কয়েক শ’ মুরসিসমর্থক বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে প্রত্যদর্শী ও নিরাপত্তাসূত্র জানিয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা সত্ত্বেও দেশজুড়ে বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ ছিল। এর আগে গত ৬ অক্টোবর মুরসিসমর্থক মুসলিম ব্রাদারহুড সদস্যদের বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলায় বহু মুরসিসমর্থক নিহত হন। মতাচ্যুতির পর থেকে সেনাহেফাজতে বন্দী মুরসিকে হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারের মুখোমুখি করা হয়েছে। এ দিকে একই দিন মিসরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলীয় শহর আল আরিসে বন্দুকধারীদের গুলিতে একজন পুলিশ নিহত হয়েছে।