যুক্তরাজ্যে শিক্ষক স্বল্পতা বিপজ্জনক পর্যায়ে
যুক্তরাজ্যের প্রধান শিক্ষকদের অভিযোগ, শিক্ষক নিয়োগে সংকট ঘনীভূত হওয়ায় দেশটিতে মারাত্মক শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত নতুন পরিসংখ্যানসমূহে দেখা গেছে, ইংলিশ স্কুলগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা গত ২ বছরে দ্বিগুণ হয়ে গেছে। বেতন হ্রাস ও পরিস্থিতির অবনতি শিক্ষক নিয়োগকে ক্রমবর্ধমানভাবে জটিল করছে। প্রধান শিক্ষকরা এখন এই বলে সতর্কবানী উচ্চারন করছেন যে, পরিসংখ্যানের পর থেকে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত নভেম্বরে পরিসংখ্যান নেয়ার পর থেকে এমন অবস্থা অব্যাহত রয়েছে।
এসেক্সের ওয়েস্ট হ্যাচ হাই স্কুলের হেডটীচার এবং এসেক্সের অ্যাসোসিয়েশন অব সেকেন্ডারী হেডটীচার্স- এর চেয়ারম্যান ড্যানিয়েল লিওনার্দ বলেন, বছরের পর বছর ধরে এমন শোচনীয় অবস্থা চলছে। এটা উদ্বেগের বিষয়। এই সিস্টেমে লোক কমছে, অধিক হারে এটা ছেড়ে যাচ্ছেন এবং অতীতের চেয়ে বর্তমানে অধিক সংখ্যক অভিজ্ঞ লোক চলে যাচ্ছেন। এটা বিপজ্জনক, কারন এটা বাচ্চাকাচ্চাদের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
ওয়েসিস চ্যারিটেবল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা স্টিভ চালকে বলেন, সমস্যা চলতি গ্রীষ্মে নতুন নয় এবং এখনো এটা খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। দ্য পার্ক একাডেমিজ ট্রাস্ট এর প্রধান নির্বাহী বেনিডিক্ট অ্যাশমোর শর্ট (টিপিএটি) বলেন, প্রাইমারী ও সেকেন্ডারি উভয়ের টিচারদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট পরিস্থিতি তাৎপর্যপূর্নভাবে খারাপ এই স্কুল ইয়ারে। সর্বশেষ সরকারী পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে ২৩ শ’ শিক্ষকদের পদ শূন্য রয়েছে। ঠিক ২ বছর আগে তা ছিলো ১ হাজার ৯৪। তবে টাইমস এডুকেশন সাপ্লিমেন্ট- এ দেখা গেছে, প্রায় সাড়ে ৭ হাজার পদশূন্য রয়েছে গত মর্ঙ্গলবার পর্যন্ত, শিক্ষকদের পদত্যাগে স্কুলের সময় নিয়ে বিতন্ডার ফলে তাদের বেঁধে দেয়া শেষ সময়সীমার (ডেডলাইন) এক সপ্তাহ পর। এর অর্থ হচ্ছে, এসব চাকুরীর শূন্যপদ পূরন করতে হবে। যখন একটি বিষয়ে বিশেষজ্ঞ নন এমন শিক্ষক দিয়ে কিছু বিষয়ে পড়ানোর কাজ করতে হবে।
স্কুলের জন্য রিক্রুটমেন্ট বা জনবল সংগ্রহ একটি বিশেষ জটিল সমস্যা, কারন শিক্ষক প্রশিক্ষন এক বছর লেগে যায়। ইনিশিয়েল টিচার ট্রেনিং (আইটিটি) এ আসা নতুনদের সংখ্যা হ্রাস পেয়েছে। ২০২০-২১ সালে এই সংখ্যা ৪০৩৭৭ জন ছিলো, গত ২০২১-২২ সালে তা কমে দাঁড়ায় ২৮৯৯১।