জার্মানীতে গত বছর মুসলিম বিরোধী ৯০০ বর্নবাদী হামলা
গত বছর জার্মানীতে মুসলমানদের ওপর রেকর্ড সংখ্যক ৮৯৮ টি বর্নবাদী হামলা হয়েছে। দেখা যাচ্ছে দৈনিক গড়ে ২ টি হামলার ঘটনা ঘটেছে। ‘অ্যালায়েন্স এগেইনস্ট ইসলামোফোবিয়া এন্ড এন্টি-মুসলিম হেইট’ (ক্লেইম) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ফ্যামিলি অ্যাফেয়ার্স সহায়তা প্রদান করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এধরনের হামলার মধ্যে রয়েছে সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন ও সহিংসতাসহ মুসলমানদের বিরুদ্ধে দৈহিক ও মৌখিক আক্রমণ এবং ঘৃনাসূচক মন্তব্য। এধরনের হামলা প্রধানত: চালানো হয়েছে হিজাব পরিহিতা নারীদের ওপর। হামলা করা হয়েছে প্রকাশ্যে জনসমাগমের স্থানগুলোতে। এধরনের হামলার দ্বিতীয় প্রধান ভিকটিম হচ্ছে মুসলিম শিক্ষার্থীরা। এই প্রতিবেদনের ওপর মন্তব্য করতে গিয়ে ক্লেইম এর প্রধান রিমা হানানো বলেন, এধরনের হামলার শিকারদের সাথে সমাজের জরুরী সংহতি প্রয়োজন। তিনি আরো বলেন যে, সমাজকে যথেষ্টভাবে আলোকিত করার মাধ্যমেই এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হবে।