ইসলামোফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান পশ্চিমা দেশসমূহে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া ও জেনোফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। গত শনিবার ৪৬তম ‘অ্যানুয়েল কনভেনশন অব দ্য অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব পাকিস্তান ডিসেন্ট অব নর্থ অ্যামেরিকা” (এপিপিএনএ)-এর গালা ডিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেরিত এক ভিডিও বার্তায তিনি এই বক্তব্য রাখেন।
এরদোগান সুইডেনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে সকল মুসলিমের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আমাদের, সকল মুসলিমের মহান দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে, এমন ঘটনা ঘটবে না। তুরস্কে আমরা অত্যন্ত জোরালোভাবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। যদি আমরা একই হৃদয় ও একই হাত মুষ্ঠিবদ্ধ হয়ে কাজ করি, দুনিয়ার কেউ মুসলিমদের মান সম্মান ও পবিত্রতায় হামলা চালাতে সাহসী হবে না। এরদোগান এটাও স্বীকার করেন যে, তুরস্ক ও পাকিস্তান দুই ভ্রাতৃপ্রতিম দেশ। তিনি এই দুই দেশের ব্যতিক্রমিক সম্পর্কের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।