সিলেটে হচ্ছে না টি ২০ ম্যাচ
আবদুর রশিদ রেনু: সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড একমাত্র টি ২০ ম্যাচ হচ্ছে না। ঈদের আগে আইসিসি প্রতিনিধি দলের মাঠ পরিদর্শন শেষেই এ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সিরিজের ভেন্যুর তালিকায় আইসিসির অনুমতি শর্তসাপেক্ষে রাখা হয়েছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আগামী ৬ নভেম্বর সিরিজের একমাত্র টি ২০ ম্যাচটি সিলেটে হওয়ার কথা ছিল। শনিবার লন্ডনে শুরু হওয়া আইসিসির বোর্ড সভার প্রথম দিনেই এই ম্যাচটি সিলেট থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি ২০ ম্যাচ। সিরিজের ব্রডকাস্ট প্রতিষ্ঠান ও নিউজিল্যান্ড দলকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। সভায় যোগ দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান মিডিয়াকে সিলেট থেকে ম্যাচটি ঢাকায় সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের ভেন্যু হিসেবে বহাল থাকছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য উপযোগী করে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য ম্যাচটি সরিয়ে নেয়া হয়। এই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হলে বেশ কিছু দিন স্টেডিয়ামের কাজ বন্ধ রাখতে হতো। ১৪ অক্টোবর সর্বশেষ স্টেডিয়াম পরিদর্শন করে যাওয়া আইসিসির প্রতিনিধি দলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতেই ম্যাচটি সিলেট থেকে সরিয়ে নেয়া হয়। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বাধীন পরিদর্শনদলের দেয়া প্রতিবেদনে বাংলাদেশ-নিউজিল্যান্ড দলের চলমান সিরিজের কোনো ম্যাচ সংস্কার কাজ চলাকালে সিলেট স্টেডিয়ামে না রাখার সুপারিশ করা হয়। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আইসিসির বোর্ড সভায় ম্যাচটি ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি ২০ ম্যাচ। সিরিজের ব্রডকাস্ট প্রতিষ্ঠান ও নিউজিল্যান্ড দলকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। সভায় যোগ দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান মিডিয়াকে সিলেট থেকে ম্যাচটি ঢাকায় সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের ভেন্যু হিসেবে বহাল থাকছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য উপযোগী করে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য ম্যাচটি সরিয়ে নেয়া হয়। এই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হলে বেশ কিছু দিন স্টেডিয়ামের কাজ বন্ধ রাখতে হতো। ১৪ অক্টোবর সর্বশেষ স্টেডিয়াম পরিদর্শন করে যাওয়া আইসিসির প্রতিনিধি দলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতেই ম্যাচটি সিলেট থেকে সরিয়ে নেয়া হয়। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বাধীন পরিদর্শনদলের দেয়া প্রতিবেদনে বাংলাদেশ-নিউজিল্যান্ড দলের চলমান সিরিজের কোনো ম্যাচ সংস্কার কাজ চলাকালে সিলেট স্টেডিয়ামে না রাখার সুপারিশ করা হয়। তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আইসিসির বোর্ড সভায় ম্যাচটি ঢাকায় নিয়ে যাওয়া হয়।