গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের ঈদ উদযাপন অনুষ্ঠান

Global Aidশনিবার সন্ধ্যায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে ‘যু্ক্তরাজ্যে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ঈদুল আযহা উদযাপন’ অনুষ্ঠিত হয়। ইউকের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ৪০.৫০ ভাগ বিদেশী শিক্ষার্থী, যারা পরিবার-পরিজন ছেড়ে উচ্চশিক্ষার্থে ইউকেতে অবস্থান করছেন, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্লোবাল এইডের সেক্রেটারী ড. আবুল কালাম আজাদ, ট্রাস্টি ও ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম শায়খ আবু তৈয়ব, ট্রাস্টি শায়খ আবু তাহের ও আশরাফ মাহমুদ উজ্জল প্রমুখ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিপুল সংখ্যক আন্তর্জাতিক শিক্ষাথীর উপস্থিতিতে নাশিদ, কবিতা আবৃত্তি, মাতৃভূমিতে ঈদের স্মৃতিচারণ ও নসিহতের মাধ্যমে ঈদ সেলিব্রেশন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
Global Aid 2ট্রাস্টি ও বিশিষ্ট টেলিভিশন উপস্থাপক আবু সাঈদ আনসারীর পরিচালনায় ঈদ উদযাপন অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা গ্লোবাল এইডের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। এধরনের আয়োজন নিয়মিত করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের পক্ষ থেকে অনুরোধ করা হয়। চ্যারিটি সংগঠন হিসেবে মানবতার সেবায় গ্লোবাল এইড ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর এধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য এই ঈদ সেলিব্রেশনকে স্পন্সর করে যথাক্রমে মাছ বাজার, তাজ স্টোরস, আল মানার ও হ্যানসলো মাছ বাজার। জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুরবানীর গোশত দিয়ে উপস্থিত সকলকে আপ্যায়ণ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button