অক্টোবরে মুদ্রাস্ফীতি ৫% এ নেমে আসবে
আবারও সুদহার বাড়াল ব্যাংক অব ইংল্যান্ড
আবারও সুদহার বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এবার নীতি সুদ বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার দাঁড়িয়েছে ৫.২৫ শতাংশ। ২০০৮ সালের পর দেশটির নীতি সুদহার এখন সর্বোচ্চ। মূল্যস্ফীতির হার ও মজুরি প্রবৃদ্ধির হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসন্তোষ থাকার কারণে আবারও নীতি সুদহার বৃদ্ধির পথে গেল ব্যাংক অব ইংল্যান্ড। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি বলেছে, ‘আমাদের হাতে যেসব তথ্য আছে, তাতে বোঝা যাচ্ছে, মূল্যস্ফীতির উচ্চ হার আরও কিছুদিন থাকবে’।
গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে নামিয়ে আনতে মুদ্রানীতি কমিটিকে যা যা করা দরকার, তা তারা করবে।
উল্লেখ্য, কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের অবস্থা ভালো নয়। সেই ব্রেক্সিট থেকে শুরু, এরপর কোভিড-১৯-এর কারণে উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো যুক্তরাজ্যের অর্থনীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে গত বছর দেশটির মূল্যস্ফীতির হার ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে। ধারণা করা হয়েছিল, ২০২০ সালের পর ২০২২ সালে আবারও সংকুচিত হবে যুক্তরাজ্যের অর্থনীতি, কিন্তু শেষমেশ দেশটি সংকোচন এড়াতে পেরেছে। তবে অন্যান্য বড় দেশের মতো যুক্তরাজ্যের প্রবৃদ্ধির হার প্রাক্-মহামারি পর্যায়ে ফেরত যায়নি। ব্যাংক অব ইংল্যান্ডের পূর্বাভাস, ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি ৫% এ নেমে আসবে।