পানি কোম্পানীগুলোর বিরুদ্ধে ৮০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরন মামলা
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস’র ২ কোটি গৃহস্থালীর মালিক ৮০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরন পেতে পারেন। এই ক্ষতিপূরন দিতে হবে পানি কোম্পানীগুলোকে। ইতোমধ্যে এসব পানি কোম্পানীর বিরুদ্ধে আবর্জনা ছড়ানো এবং নদী ও সাগরসমূহ দূষনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, যুক্তরাজ্যের ৬ টি ওয়াটার কোম্পানীর বিরুদ্ধে সম্মিলিতভাবে এনভায়রনমেন্ট এজেন্সীর কাছে মামলা দায়ের করা হবে। ইংল্যান্ড ও ওয়েলসের রেগুলেটর অফওয়াট এর কাছে সেভার্ন ট্রেন্ট ওয়াটার কোম্পানীর বিরুদ্ধে ৬ টি মামলা দায়ের করা হয়েছে ৮০ লাখ গ্রাহকের পক্ষ থেকে। থেমস্ ওয়াটার, ইউনাইটেড ইউনিলিটিজ, অ্যাংলিয়ান ওয়াটার, ইয়র্কশায়ার ওয়াটার এবং নর্থামব্রিয়ান ওয়াটারের বিরুদ্ধে সম্মিলিতভাবে আগামী মাসগুলোতে অভিযোগ আনা হবে। দায়ের মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওয়াটার কোম্পানীগুলো…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login