অভিবাসীদের রেফারেন্স নম্বর এনএইচএসে রেকর্ডভুক্তির নির্দেশ
সম্প্রতি সংশ্লিষ্ট রোগীদের ‘হোম অফিস রেফারেন্স নম্বর’ রেকর্ডভুক্ত করার জন্য এনএইচএস ইংল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে জনৈক উর্ধ্বতন কর্মকর্তা এই নির্দেশনা প্রদান করেন। বিষয়টি বেশ আলোচনা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে যুক্তরাজ্য জুড়ে। এক্ষেত্রে সম্ভাব্য ট্র্যাকিং, প্রাইভেসী অধিকার ও বৈরী পরিবেশ সম্প্রসারনের অভিযোগ করা হয়েছে। ইতোপূর্বে এধরনের একটি উদ্যোগ হেলথ্ এবং সিভিল লিবার্টিজ সংগঠনসমূহের প্রতিবাদের মুখে বাতিল করা হয়। সংগঠনসমূহ এই বলে সতর্ক করে দেয় যে, এটা ব্রিটিশ নয় এমন রোগীদের বিরুদ্ধে তাদের গোপনীয়তা লংঘন ও বৈষম্য সৃষ্টিকারী এবং এর ফলে লোকজন চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত ও বারিত হবে। কিন্তু তা সত্বেও সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে উপরোক্ত নির্দেশটি জারি করা হয়েছে।
ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন বলেছে, তারা উদ্যোগটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা নিশ্চিত হতে যে, পেছন দরোজা দিয়ে ২০১৮ সালে বাতিল হওয়া ট্র্যাকিং স্কীমের মতো কোন স্কীম চালু করা হচ্ছে কি-না। নতুন নির্দেশনার অধীন হোম অফিস রেফারেন্স নম্বরের কোন মূল্য নেই এনএইচএস এর কাছে, যা পার্সোনাল ডেমোগ্রাফিক্স সার্ভিস (পিডিএস), রোগীর ডেমোগ্রাফিক ডাটার ইলেক্ট্রোনিক ডাটাবেজ যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং এনএইচএস নম্বরের সাথে যুক্ত থাকবে। এই নতুন ব্যবস্থায় এনএইচএস অভিবাসীদের খবর পাবে যারা ইমিগ্রেশন হেলথ সারচার্জ পরিশোধ করে- যা অনেকেই পরিশোধ করে, তবে সকল ভিসা আবেদনকারী তা করেন না যারা এনএইচএস সেবা পাবার জন্য ৬ মাসের বেশী থাকার আবেদন করবে। তবে রেফারেন্স নম্বর এখন এমনভাবে সংযোজন করা হবে যাতে রেকর্ড ট্র্যাক বা রেকর্ড খুঁজে পাবার সুযোগ করে দেবে হোম অফিসকে। অবশ্য হোম অফিসের ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে যে, এই পদক্ষেপ এনএইচএস ব্যবহার করে বিদেশী দর্শনার্থীদের নিকট থেকে চার্জ আদায়ের সাথে সম্পর্কিত। এছাড়া হোম অফিস এমন ধারনা বাতিল করেছে যে, রেফারেন্স নম্বর ব্যবহৃত হবে ইমিগ্রেশন বাস্তবায়নে।