কায়রোয় শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
মিসরে সামরিক আইনের বিরুদ্ধে রাজধানী কায়রোয় আল আজহার ইসলামি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। রোববার বিক্ষোভরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এসময় নিরাপত্তা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের নিরাপত্তাবাহিনীকে পাথর নিক্ষেপ করতে দেখা গেছে। বিক্ষোভে অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ জুলাই মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরে সেনাসমর্থিত সরকারের বিরুদ্ধে সেনাবিরোধী একটি জোট এই বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তিও দাবী করে। একই দিনে আলশারকিয়াহ প্রদেশের হাম্মাদ জেলা ও কায়রো ইউনিার্সিটিতেও বিক্ষোভ হয়। মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়কে ধর্মীয় বিষয়ে পড়াশুনার জন্য পৃথিবীর বিখ্যাত ও প্রসিদ্ধ জ্ঞানপীঠ হিসেবে বিবেচনা করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ না করার জন্য হুশিয়ারি জারি করেছে। সূত্র : আল জাজিরা।