মূল্যস্ফীতি গত এক বছরের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে
যুক্তরাজ্যে গ্রোসারী সামগ্রীর দাম নিম্ন পর্যায়ে
হাসনাত চৌধুরী: যুক্তরাজ্যে নিত্য পণ্যের মূল্যস্ফীতি গত এক বছরের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে। তবে তা এখনো দুই অঙ্কের ঘরে অবস্থান করছে এবং অধিকাংশ ক্রেতা এখনো সুপার মার্কেটের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বিগ্ন। একটানা ছয় মাস যাবত সুপার মার্কেটের বার্ষিক মূল্য স্ফীতি কমেছে।
গত তিন সেপ্টেম্বরের আগের চার সপ্তাহে তা ছিল ১২.২ শতাংশ। বিশ্লেষক সংস্থা ‘কান্তার’ এর সর্বশেষ ডাটা থেকে এটা প্রতীয়মান।
কান্তার এর রিটেইল এন্ড কনজুমার ইনসাইটের প্রধান ম্যাককেভিট বলেন, ১২.২ শতাংশ মূল্যস্ফীতি অনেক গৃহস্থালির কাছে খুশি হওয়ার মতো কিছু নয়। আমাদের ডাটায় দেখতে পাচ্ছি যে, ভোক্তাদের ৯৫ শতাংশই মুদি সামগ্রীর ক্রমবর্ধমান মূল্যের প্রভাব নিয়ে এখনো উদ্বিগ্ন। এর সাথে শুধু তুলনা করা যায় আমাদের জ্বালানি বিলকে। তিনিআরো বলেন, মুদি সামগ্রির ক্ষেত্রে এক বছরের দুই অঙ্কের মূল্যস্ফীতি শেষে জনসংখ্যার এক
চতুর্থাংশ নিজেদের আর্থিক দিক দিয়ে হিমশিম খেতে হচ্ছে এমনটি বিবেচনা করা আশ্চর্য কিছু নয়। মূল্যের বেড়াজালে আবদ্ধ ক্রেতারা যখন দরাদরিতে লিপ্ত তখন মূল্য ছাড়ের খুচরো বিক্রেতাদের বিক্রি বেড়েছে।
‘আলদি‘ টানা চতুর্থবার সর্ববৃহৎ সুপারমার্কেটে পরিণত হওয়ার পর থেকে এক বছর অতিক্রান্ত হয়েছে এবং এটা লিডল- এর পাশাপাশি গত ১২ মাসে কিছু সর্ববৃহৎ মার্কেট শেয়ার লাভ করেছে। গত মাসে আলদির বিক্রি ১৭.১ শতাংশ বেড়েছে যখন লিডলের সম্প্রসারণ ঘটেছে ১৬ শতাংশ।
একত্রে তারা গ্রোসারী বা মোদি সামগ্রী বিক্রি ১৭.৭ শতাংশ নিয়ন্ত্রণ করেছে। আলদী ও লিডলের শেলফ গুলোতে সস্তা পণ্য সামগ্রীতে এখন রীতিমতো ভরপুর। সর্বশেষ মাসে বিক্রি আবার ৯.৯ শতাংশ বৃদ্ধি পায়।
ম্যাককেভিট আরো বলেন, বিক্রির ক্ষেত্রে ব্রান্ডের পণ্য সামগ্রীর তিন বিলিয়ন পাউন্ডের সমান অর্থ স্থান পরিবর্তনের শামিল।