এনএইচএস’র ওয়েটিং লিস্ট রেকর্ড বৃদ্ধি

এক পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ডের এনএইচএস-এ চিকিৎসার জন্য ১৮মাসেরও বেশি অপেক্ষমান লোকজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও ব্রিটিশ মন্ত্রীরা ৬ মাস আগে এ ধরণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত আগস্টের শেষ নাগাদ পর্যন্ত ৮ হাজার ৯৯৮ জন লোক ১৮মাসেরও বেশি সময় যাবৎ চিকিৎসার জন্য অপেক্ষমান ছিলেন। যা জুলাইয়ের শেষ দিক পর্যন্ত এভাবে অপেক্ষমান থাকা লোকজনের চেয়ে ৭ হাজার ২৮৯ জন বেশি। সর্বোপরি, এনএইচএস’র পরিসংখ্যানে আরো দেখা গেছে, আগস্টের তালিকায় আরো ৬৫ হাজার লোক যুক্ত হয়েছে। এবং অপেক্ষমান রোগীর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক থিংক ট্যাংক নাফিল্ড ট্রাস্টে’র নির্বাহী প্রধান থিয়া স্টেশন বলেন,শীত ঋতু আসন্ন, এ অবস্থায় অগ্রগতির অভাব আশঙ্কাজনক।
মন্ত্রীরা বলেন, চিকিৎসকদের ধর্মঘট অপেক্ষমানদের তালিকা হ্রাসে এনএইচএস-এর সক্ষমতাকে তাৎপর্যপূর্নভাবে খর্ব করেছে।এনএইচএস ইংল্যান্ড এর মেডিকেল ডিরেক্টর অধ্যাপক স্যার স্টিফেন পাউয়িসও ধর্মঘটকে দোষারোপ করেছেন ওয়েটিং লিস্ট না কমার কারণ হিসেবে।
তিনি বলেন, ধর্মঘট স্বাস্থ্য সেবার ওপর অব্যাহতভাবে চাপ বৃদ্ধি করেছে এবং সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে। স্টিভ বার্কলে ভার্চুয়াল ওয়ার্ড চালুর বিষয়ে ইংগিত করেছেন, যেখান থেকে বাড়িতে থাকা হার্ট ফেইলিওর সহ এধরনের রোগীদের চিকিৎসা সেবা দেয়া যাবে। এর ফলে হাসপাতালগুলোর ওপর চাপ কমবে।এতে অপেক্ষমান রোগীদের তালিকাও হ্রাস পাবে।
স্বাস্থ্য সংগঠনসমূহ বলেছে, পরিসংখ্যানগুলো আগামী মাসসমূহে এনএইচএস কর্তৃক সম্ভাব্য ব্যাপক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি নির্দেশ করছে। যুক্তরাজ্যের সর্ববৃহৎ ইউনিয়ন হেলথ অ্যাট ইউনিয়ন-এর প্রধান সারা গর্টন বলেন, উপাত্ত থেকে বুঝা যাচ্ছে, আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button