সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারের শেষ রক্ষা হবে না: খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর সরকারের অনির্দিষ্টকালের জন্যে নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন রাজধানীতে সভা-সমাবেশের উপর অনির্দিষ্ট কালের নিষেধাজ্ঞা দেশে জরুরী অবস্থা জারীর নামান্তর। সরকার একদলীয় শাসন কায়েমের জন্যে এ ‘নিষেধাজ্ঞা’ জারি করেছে। এ সিদ্ধান্ত জনগণের সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকারের উপর চরম আঘাত। এতে আবারও প্রমানিত হয়েছে সরকার দেশের জনগণকে ভয় পেয়ে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরো করেছে। স্বৈরাচারী কায়দায় সরকার জনগণকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ কোন অবস্থাতেই সরকারের এ স্বৈরাচারী ও গণবিরোধী এ সিদ্ধান্ত মেনে নিবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সকোরের গণ-দাবী উপেক্ষা করে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় অনতিবিলম্বে রাজধানীতে সভা-সমাবেশের উপর সরকারের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান এবং সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন ঘোষনার দাবী জানান।