গাজায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জনৈক সিনিয়র কর্মকর্তার মতে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৫ লাখে দাঁড়িয়েছে জাতিসংঘের সহকারী মহাসচিব ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী লিন হেস্টিংস বলেছেন, গাজার ৬ লাখ ৯০ হাজার মানুষ ইউএনডব্লিউআর-এ ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছে।তারা মোটামুটি নিরাপদে আছে। হাসপাতাল গির্জা ও স্কুলেও অনেকে নিরাপদ আশ্রয় আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, প্রকৃত সত্য হচ্ছে, আসলে কোথাও তারা নিরাপদে নেই। প্রায় ৯ হাজার লোক গাজায় নিহত হয়েছে আহত হয়েছে ২২ হাজারেরও বেশি। এ প্রসঙ্গে তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান উল্লেখ করেন।
তিনি আরো বলেন,হতাহতের মধ্যে দুই তৃতীয়াংশেরও বেশি নারী ও শিশু। খাজার সমগ্র জনসংখ্যা ও অধিকৃত পশ্চিম তীরের জনগণের জন্য বছরের শেষ পর্যন্ত ব্যয় নির্বাহের জন্য ১.২ বিলিয়ন ডলার প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথস বলেন, সংঘাতে অবশ্যই বিরতি প্রয়োজন।
অন্যথায় গাজার লোকজনের প্রয়োজন মেটানো সম্ভব হবে না আমাদের পক্ষে। এছাড়া ইসরাইলিরাও সংঘাতের স্থানগুলোতে আটকা পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button