গাজায় শিশু হত্যা বিশ্বের নৈতিক ব্যর্থতা: রেডক্রস
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের এক মাস পেরিয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ থেকে আরো ভয়াবহের দিকে যাচ্ছে। এই প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) মঙ্গলবার এক বিবৃতিতে বেসামরিক নাগরিক বিশেষকরে শিশুদের ভয়াবহ দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এই পরিস্থিতিকে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।
রেডক্রস বলেছে, গত এক মাস ধরে গাজা ও ইসরাইলের বেসামরিক নাগরিকদের অসহ্য কষ্ট ও ক্ষতি সহ্য করতে হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।
সংস্থাটি আরো বলেছে, গাজা জুড়ে ব্যাপক বোমা হামলার কারনে বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্যে রোপিত হচ্ছে কষ্টের বীজ।
সংস্থাটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, হতাহত শিশুদের ছবি আমাদের তাড়িয়ে ফিরবে। এটি একটি ‘নৈতিক ব্যর্থতা।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস গ্রুপ ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে।