তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্য প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অনুসারে, ব্রিটেনের ধীরগতি সম্পন্ন অর্থনীতি জুলাই -সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে। গত শুক্রবার সংস্থাটির প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। দেখা গেছে, চলতি সনের তৃতীয় প্রান্তিক অর্থাৎ ত্রৈমাসিকে জিডিপি ০.১% হ্রাস পেতে দেখা গেছে। এতে একটি অর্থনৈতিক মন্দার আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য সরকারি ডাটা অনুসারে এই হ্রাস শূন্য শতাংশ দেখানো হচ্ছে। সেপ্টেম্বর থেকে আগস্ট পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ০.২ শতাংশ, যখন প্রবৃদ্ধি সংশোধন করে হ্রাস করা হয়েছে ০.২ ২ শতাংশ থেকে ০.১ শতাংশে। রয়টার্সের জরিপে সেপ্টেম্বরে জিডিপির ক্ষেত্রে কোন পরিবর্তন প্রদর্শিত হয়নি।।
এই প্রান্তিকে বৃটেনে বিশাল সেবা খাতে পতন ঘটেছে ০.১ শতাশ। এছাড়া শিল্প উৎপাদন খাতেও পতন ঘটেছে। নির্মাণ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.১ শতাংশ। নির্মাণ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.১ শতাংশ। ওএনএস এই তথ্য দিয়েছে।
গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড বলেছে, তারা আগামী বছর ব্রিটেনে শূন্য প্রবৃদ্ধির আশংকা করছে। তা সত্ত্বেও মুল্য স্ফীতির বিরুদ্ধে তাদের অব্যাহত সংগ্রাম হিসেবে তারা সুদের উচ্চহার বজায় রাখতে বদ্ধপরিকর। মূল্যস্ফীতিকে ৬ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে তারা। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেন, উচ্চ মূল্যস্ফীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় একক বাধা।
তিনি আগামী ২২ নভেম্বরের হালনাগাদ বাজেট বিবৃতিতে বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনাসমূহ এবং লোকজনকে কাজে ফেরানোর পদক্ষেপ ঘোষণা করবেন।