তিন জটিলতায় বিপর্যস্ত ঋষি সুনাকের নির্বাচনের বিজয় স্বপ্ন
ঋষি সুনাকের বিব্রতকর প্রধানমন্ত্রীত্ব তিনটি বিপর্যকর আঘাতে পর্যুদস্ত, যেগুলো রক্ষনশীল দলকে আগামী সাধারন নির্বাচনে পরাজয় এড়াতে তাদের শেষ আশাটুকুও নি:শ্বেষ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একটি পরিকল্পনা হচ্ছে, নির্বাচনের প্রাক্কালে ট্যাক্স কর্তনের মাধ্যমে পিছিয়ে পড়া ভোটারদের মন জয় করা। কিন্তু এতে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, যুক্তরাজ্য সরকার ট্যাক্স কর্তনের ধাক্কা সামলাতে পারবে না। ঋষি সুনাকের এই সমস্যা আরো জটিল হয়ে ওঠেছে এ বিষয়ে তার বানিজ্যমন্ত্রী কেমি বেডেনোকের অস্বীকৃতির দরুন। এটাকে তিনি নিজের নাক কেটে যাত্রাভঙ্গের শামিল বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ কেমি তাকে অপসারন করে প্রধানমন্ত্রী হতে চাইছেন। এছাড়া ব্রেক্সিটের সমর্থক ঋষি সুনাকের জন্য যুক্তরাজ্যের জনসংখ্যা বৃদ্ধির…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login