মাসিক ও বার্ষিক ঘরভাড়ার রেকর্ড বৃদ্ধি যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে ঘরভাড়া রেকর্ড পরিমান বেড়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে এটা বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ওএনএস এর পরিসংখ্যান অনুসারে, ইংল্যান্ডে বার্ষিক হিসাবে গড় মাসিক ভাড়া ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ পাউন্ড। স্কটল্যান্ডে এটা ১০.৯ শতাংশ বেড়ে ৯৪৪ পাউন্ডে উন্নীত হয়েছে এবং ওয়েলসে ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২৩ পাউন্ড। উত্তর আয়ারল্যান্ডের পরিসংখ্যান যুক্তরাজ্যের অবশিষ্ট অংশের তুলনায় কম। ওএনএস বলেছে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে ৯.৩ শতাংশ বেড়েছে। ইংল্যান্ডে সবচেয়ে বেশী ভাড়া বেড়েছে লন্ডনে, যা যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যে বাড়িঘরের ভাড়াটেগন কর্তৃক পরিশোধিত গড় মাসিক ভাড়া গত ফেব্রুয়ারী পর্যন্ত এক বছরে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে রেকর্ড শুরুর পর এটা সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
জনৈক প্রচাকর্মী এটাকে রেন্টিং ক্রাইসিসের খেসারত হিসেবে আখ্যায়িত করেছেন, যা যুক্তরাজ্যের সর্বত্র বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এখানে একজন ভাড়াটেকে বার্ষিক ১০.৬ শতাংশ বৃদ্ধির হিসাবে মাসিক ২ হাজার ৩৫ পাউন্ড ঘরভাড়া দিতে হবে। ওএনএস এর সিরিজ শুরুর পর থেকে অব্যাহতভাবে ভাড়া বাড়ছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়েছে। ল্যান্ডলর্ডদের উচ্চ সুদ হারের ব্যয় ও লভ্য বাড়িঘরের সংখ্যা হ্রাস এ অবস্থার নৈপথ্য কাজ করছে। এক্ষেত্রে ওএনএস কর্তৃক সূচক প্রকাশের পর থেকে ফেব্রুয়ারীর পরিসংখ্যা সবচেয়ে উচ্চ। যা নতুন এবং ইংল্যান্ড ও ওয়েলসে বিদ্যমান ভাড়ার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। ক্যাম্পেইন গ্রুপ ‘জেনারেশন রেন্ট’ এর প্রধান নির্বাহী বেন টুমি বলেন, পরিসংখ্যানটি দু:খজনক তবে বিষ্ময়কর নয় এবং ভাড়াটেরা আমাদের সাধ্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে। তিনি আরো বলেন, জীবনযাত্রার সংকট স্পষ্টত: হ্রাস পাওয়ায় ভাড়া সংকটের ব্যয় অব্যাহতভাবে বেড়েই বলেছে দু:খজনকভাবে আমরা প্রাইভেট বাড়িঘরের ভাড়া বৃদ্ধির লক্ষ্য করছি রেকর্ড শুরুর পর থেকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button