গত বছর ৫ কোটি বিদেশী পর্যটক আসেন তুরস্কে
এক সরকারী পরিসংখ্যানে দেখা গেছে, তুরস্কে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ৪৯.২ মিলিয়ন অর্থ্যাৎ প্রায় পৌনে ৫ কোটি বিদেশী পর্যটকের আগমন ঘটে। এসময় পর্যটন থেকে আয় হয় ৫৪.৩২ বিলিয়ন ডলার। এর আগের বছর অর্থ্যাৎ ২০২২ সালে আগমন ঘটেছিলো সাড়ে ৪ কোটির কিছু কম পর্যটকের। আয় হয়েছিলো ৪৬.৪৮ বিলিয়ন ডলার। এছাড়া এসময় অভ্যন্তরীন পর্যটনের ব্যাপক বৃদ্ধি লক্ষনীয়। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভ্যন্তরীন পর্যটকেরা দ্বিগুন ব্যয় করেছেন তুরুস্কে। দেশে মূল্যস্ফীতির তীব্রতা সত্বেও এক্ষেত্রে ব্যয় বৃদ্ধি লক্ষনীয়।
পরিসংখ্যানে দেখা গেছে, দেশী-বিদেশী মিলিয়ে পর্যটকেরা গত বছর তুরুস্কে ব্যয় করেছেন ৭.১ বিলিয়ণ ডলার। এর আগের বছর ২০২২ সালের তুলনায় তা ১০১ শতাংশ বেশী। টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট এ তথ্য প্রদান করেছে। ২০২৩ সাল জুড়ে তুরস্কে ৬১.৪৬ মিলিয়ন অভ্যন্তরীন ট্রিপ বা ভ্রমন হয়েছে। ২০২২ সালে তা ছিলো ১৭.৫ শতাংশ কম।
টার্কিস্ট্যাট বলেছে, স্থানীয় পর্যটকের গত বছরের শুধু চতুর্থ ত্রৈমাসিকে ১১.৫১ মিলিয়ন অভ্যন্তরীন ট্রিপ হয়েছে, যার মধ্যে ১ বা একাধিক ওভারনাইট অবস্থান ছিলো। এর আগের বছর তা ছিলো ৩২ শতাংশ কম। গড়ে ৬.৭ রাতসহ ৭৭.৫ মিলিয়ন ওভারনাইট অবস্থান রেকর্ড করা হয়।
২০২৩ সালের পর্যটকদের সামগ্রিক খরচের ৯১ শতাংশই ছিলো ব্যক্তিগত ব্যয়। অপরদিকে প্যাকেজ ট্যুর ছিলো মাত্র ৯ শতাংশ। খাদ্য ও পানীয় খাতে পর্যটকেরা ব্যয় করেছেন সবচেয়ে বড়ো অংশ, যা মোট ব্যয়ের ৩২ শতাংশ। এটা এর আগের বছরের তুলনায় ১১১ শতাংশ বেশী। এর পরের স্থানে আছে পরিবহন ব্যয় ২৬.৩ শতাংশ, থাকার ব্যয় ১৭ শতাংশ। বছর-বছর বৃদ্ধির হিসাবে এটা ১৬৪.৩ শতাংশ বৃদ্ধি।
তুরস্কের ৭৫ লাখ প্রবাসী নাগরিকসহ মোট পর্যটকের সংখ্যা দাঁড়ায় ৫৬.৭ মিলিয়ন অর্থ্যাৎ পৌনে ৬ কোটি। আয় উন্নীত হয় রেকর্ড ৫৪.৩২ বির্লিয়ন ডলার, যা ২০২২ সালে ছিলো ৪৬.৪৮ বিলিয়ন ডলার।