অস্ট্রেলিয়ায় দাবানল : ‘মেগা ফায়ার’ সৃষ্টির শঙ্কা

Australiaঅস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে আনতে সোমবার দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবহাওয়া আরো খারাপ হলে দাবানলটি বিক্ষিপ্তভাবে জ্বলতে থাকা অন্য দাবানলের সঙ্গে একত্রিত হয়ে ‘মেগা ফায়ার’ বা ব্যাপক অগ্নিকাণ্ডে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝড়ো বাতাসে দাবানলটি চারদিকে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে দাবানলে নিউ সাউথ ওয়েলস রাজ্যে দুই শতাধিক বাড়ি ধ্বংস ও অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি করে।এতে বলা হয়েছে, ৬৩টি দাবানল এখনও জ্বলছে। তাদের মধ্যে ১৭টিকে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এগুলো একসাথে মিলিত হলে সিডনিকে ঘন ধোঁয়াশায় ঢেকে ফেলবে।উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয়দের বাড়িতে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।সিডনির পশ্চিমে অবস্থিত লিথগো শহরের কাছে সোমবার ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এখানে ইতোমধ্যেই ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং বিলপিন, বেল, ক্লারেন্স ও ডারগানের বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছে।প্রবল বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দাবানলটি মঙ্গল ও বুধবার পার্শ্ববর্তী ব্লু  পর্বতমালার মাউন্ট ভিক্টোরিয়ায় অবস্থানরত আরেকটি দাবানলের কাছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর এটি বিরাট আকার ধারণ করে জনবহুল কাটুম্বা ও লেউরার দিকে অগ্রসর হবে।আবহাওয়া আরো খারাপ হওয়ার আগেই দমকলকর্মীরা রোববার রাত ও সোমবারের অধিকাংশ সময় দাবানলটি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়েছে।ব্লু  পর্বতমালার স্প্রিংউড এলাকার কাছে আরেকটি বড়  দাবানল জ্বলছে। গত সপ্তাহে এটি প্রায় ২০০ বাড়ি গ্রাস করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button