লন্ডনে ইকরা বাংলা টিভির উদ্যোগে
মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহঃ) স্মরণে প্রাণবন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আলোচনার মধ্য দিয়ে সদ্যপ্রয়াত শায়েখ, সিলেট সৈয়দপুরের প্রবীণ আলেম মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহঃ) স্মরণে লন্ডনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ডের জনপ্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির উদ্যোগে আয়োজিত এ জনাকীর্ণ আলোচনা সভা গত ২৯ এপ্রিল সোমবার বিকেলে ইষ্ট লন্ডন মসজিদ সংলগ্ন আল খায়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সভায় দল-মত নির্বিশেষে লন্ডনের নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, গণপ্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ ও সর্বস্তরের তাওহীদি জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মরহুম মাওলানা সৈয়দ আবদুল নূর সাহেব, তাঁর সন্তানাদী ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
অকৃত্রিম ভালোবাসা, অগাধ শ্রদ্ধাবোধ এবং অমলিন অনুভূতি সঞ্জাত অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে স্মরণসভায় বক্তাগণ মাওলানা সৈয়দ আবদুন নূর রহমাতুল্লাহি আলাইহির ত্যাগের মহিমায় ভাস্বর জীবনের স্মৃতিচারণ করেন এবং মরহুমের অনুসরণীয় আদর্শ জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিপুল ভোটে নির্বাচিত মেয়র লুৎফুর রহমান গুরুত্ব সহকারে অংশগ্রহণ করেন। তিনি শ্রদ্ধাপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করে শোক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যও প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেন আল খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ ।
বিশিষ্ট আলেম, শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহতি সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইকরা বাংলা টিভির উপস্থাপক মুফতি সালেহ আহমদ ও মরহুম মাওলানা সৈয়দ আবদুন নূর (রাহঃ)’র সুযোগ্য সন্তান মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
মরহুমের মহান জীবনের সার্বিক দিক তুলে ধরে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। পরিবারের পক্ষ থেকে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ বক্তব্য প্রদান করেন মরহুমের যোগ্য সন্তান মাওলানা সৈয়দ তামীম আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে প্রাণবন্ত আবেগ বিজড়িত বক্তব্য দেন, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হামল্যাটস লন্ডন এর চেয়ারম্যান মাওলানা হাফিজ শামসুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, বাংলাদেশী উলামা- মাশায়েখ লন্ডন এর সভাপতি মাওলানা মওদুদ হাসান, ইউরোপ জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, খেলাফত মজলিস ইউকের সভাপতি মাওলানা সাদিকুর রহমান মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, মদীনাতুল খাইরির চেয়ারম্যান মাওলানা শায়খ ফয়েজ আহমদ, ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মওসূফ আহমদ, কাউন্সিলর আলহাজ্ব সদরুজ্জামান খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কে, এম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ূম মিয়া, সাবেক স্পিকার কাউন্সিলর সাফি চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের, সৈয়দপুরের বিশিষ্ট মুরব্বি ব্যক্তিত্ব মাস্টার ফররুখ আহমদ, শেখ নূর, সৈয়দ জুনেদ মিয়া ও সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর সভাপতি পীর আহমদ কুতুব, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের সহকারী পরিচালক হাফিজ হুসাইন আহমদ, লন্ডন সেন্ট্রাল মসজিদ রিজেন্ট পার্ক এর ইমাম ও খতিব শায়খ কাজী লুৎফুর রহমান, সাপ্তাহিক জনমত পত্রিকার নির্বাহী পরিচালক জুনেদ চৌধুরী, আমীরুল ইসলাম চৌধুরী, মরহুম মাওলানা সৈয়দ আবদুন নূর রাহঃ এর সুযোগ্য সন্তান মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিখ্যাত বক্তা মাওলানা শাহিদুর রহমান মাহমুদাবাদী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাঈদ চৌধুরী, হাসানা একাডেমীর পরিচালক মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা আব্দুল করিম মামরখানি, শায়েখ কাজী আব্দুর রহমান, মাওলানা শাহনুর খান, মাওলানা মিসবাহুজ্জামান, মাওলানা মুসলেহ উদ্দিন, ইকরা বাংলা টিভির দায়িত্বশীল ইমাম হোসাইন শাহিন এবং রানা হামিদ,হাফীজ জিয়াউদ্দিন, হাফীজ রশিদ আহমদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা আসাদ,মাওলানা আব্দুল বাসীত, জুবায়ের আহমদ চৌধুরী,মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল হাই আল হাদী, আরিফুল ইসলাম,এআইটির সভাপতি ছালেহ ভূইয়া, কবি আবু সুফিয়ান চৌধুরী, সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সেক্রেটারি মোঃ সোহেল আহমদ, সহ-সভাপতি সাজিদুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সোয়াইব আহমেদ, হাফিজ মিফতাহুর রহমান,মাওলানা রাশেদ প্রমুখ। সভার শুরুতে তেলাওয়াত করেন সৈয়দ কাসিম আহমদ।