বিরোধী দলীয় নেত্রীর প্রস্তাব মানা সম্ভব নয় : যোগাযোগমন্ত্রী
নির্বাচন নিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাব মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যোগযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাট্টলী সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন সড়কে নির্মিত কালভার্ট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। যোগাযোগমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রীর প্রস্তাব অবাস্তব। কারণ আমার জানামতে ’৯৬ ও ২০০১ সালের উপদেষ্টাদের মধ্যে চারজন মারা গেছেন। তিনজন অসুস্থ। ছয়জন দায়িত্ব পালনে সম্মত নন। তাই তার এ প্রস্তাব মানা সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী হোম ওয়ার্ক না করেই সাংবাদিক সম্মেলনে এমন প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব পূর্ণাঙ্গ হয়নি। তিনি ভালো করে হোম ওয়ার্ক করলে হয়তো পূর্ণাঙ্গ প্রস্তাব আসতো। তিনি আরো বলেন, আমি এখনো আশাবাদী আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমেই দেশের আকাশের কালো মেঘ সরে যাবে।