তুরস্কের রিজার্ভ সাড়ে ৪৭ বিলিয়ন ডলারে উন্নীত
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নেট বিদেশী রিজার্ভ গত সপ্তাহে ৬ বিলিয়ন ডলারে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে নেট রিজার্ভ এই অংকে বাড়ে। চার বছর পর প্রথমবারের মতো এমনটি ঘটেছে। সোয়াপস্ ছাড়াই সেন্ট্রাল ব্যাংক অব দ্য রিপাবলিক অব তুর্কিয়ীর (সিবিআরটি) নেট রিজার্ভ গত ১০ সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে এবং ৩১ মে তারিখে এটা ইতিবাচক মোড় নেয়। গত সপ্তাহের সোমবারে ব্যাংকারদের হিসাব অনুযায়ী আরো ৪.৫ বিলিয়ন ডলার বৃৃদ্ধি পায়। গত ৩১ মার্চের স্থানীয় নির্বাছনের পর থেকে সোয়াপস্ ব্যতিরেকে নেট রিজার্ভ প্রায় ৭২ বিলিয়নে উন্নীত হয়। নির্বাচনের পূর্বে এর পরিমান ছিলো ঐতিহাসিক নিম্ন পর্যায়ে।
বৈদেশিক মুদ্রার প্রবাহ, বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয়দের হার্ড কারেন্সী থেকে তুর্কী লিরায় প্রত্যাবর্তনের ফলে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের অফিশিয়াল উপাত্তে দেখা যায় যে, কেন্দ্রীয় ব্যাংকের নেট আন্তর্জাতিক রিজার্ভ ৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা গত ৩ জুন ছিলো মোট ৪৫.৫ বিলিয়ন ডলার। ব্যাংকারদের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে রিজার্ভ আরো ২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেলে তা ৪৭.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়।