তৃতীয় বিশ্বযুদ্ধ কড়া নাড়ছে দুয়ারে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মর্মে গোটা বিশ্বকে বার বার সতর্ক করে দিচ্ছেন যে, ফিলিস্তিনে ইসরাইরী বর্বরতা বিশেষভাবে লেবাননে হামাসের সিনিয়র কর্মকর্তা ও সিরিয়ায় ইরানী লক্ষ্যবস্তুসমূহের বিরুদ্ধে ইসরাইলের হামলা ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিস্তৃতি ঘটাতে পারে সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী। ফিদান এ বিষয়ে আলোকপাত করে আরো বলেন, লোহিত সাগরে ইরানী প্রক্সি হুতি যোদ্ধা কর্তৃক বানিজ্যিক জাহাজসমূহে হামলায় এ অঞ্চলে উত্তেজনার মাত্রা বুঝা যায়। তিনি সংশ্লিষ্ট আঞ্চলিক রাষ্ট্রসমূহ এবং বৈশ্বিক শক্তিগুলোকে সতর্ক করে দিয়ে বলেন যে, তারা যদি ইসরাইলকে নিবৃত্ত না করে, তবে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। আর আঞ্চলিক যুদ্ধ এমনভাবে শেষ হবে যে, প্রতিটি আঞ্চলিক দেশ ক্ষয়ক্ষতির শিকার হবে। গত সোমবার সরাসরি…

Want to read more?

Please register/login to get premium access on website, smartphone and apps.
Register Login

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button