যুক্তরাজ্যে মুসলিম স্বাস্থ্যসেবা কর্মীরা বর্নবাদী নিপীড়নের শিকার

যুক্তরাজ্য জুড়ে উগ্র ডানপন্থীদের দাঙ্গা হাঙ্গামার প্রেক্ষাপটে মুসলিম এনএইচএস কর্মীদের বিরুদ্ধে বর্নবাদী নিপীড়ন তাৎপর্যপূর্নভাবে বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ ইসলামিক মেডিকেল এসোসিয়েশন (পিআইএমএ) এ তথ্য জানিয়েছে।
প্রায় ৭ হাজার মুসলিম হেলথ কেয়ার স্টাফ এর প্রতিনিধিত্বকারী সংগঠন বিএমাইএ’র সভাপতি ডাঃ সালমান ওয়াকার বলেন, ক্রমবর্ধমান ভীতি প্রদর্শনের দ্বারা এনএইচএস কর্মীরা দৈহিক ও পেশাগত উভয় দিক দিয়ে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি উদ্বেগের বার্তা পাচ্ছেন বিশেষভাবে বেলফাস্ট ও গ্রেটার মানচেষ্টার থেকে। এসব এলাকায় স্বাস্থ্যসেবা কর্মীদের আগেভাগেই তাদের প্র্যাকটিস বন্ধ করতে এবং নিরাপত্তাজনিত কারনে বাড়িঘরে গিয়ে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকতে বাধ্য করা হচ্ছেন। তিনি আরো বলেন, সদস্যদের মাঝে নজিরবিহীন ভীতি লক্ষ্য করা যাচ্ছে। কিছু আন্তর্জাতিক সহকর্মী এখন যুক্তরাজ্যে তাদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এছাড়া ইজিপশিয়ান মেডিকেল এসোসিয়েশনও (বিইএমএ) একই ধরনের উদ্বেগ ব্যক্ত করেছে। প্রায় ১১ হাজার হেলথ কেয়ার পেশাজীবির এই সংগঠন বর্নবাদী নিপীড়ন ও বৈষম্যের সংকটপূর্ন বৃদ্ধির অভিযোগ করেছে। সংগঠনটি বলেছে, বৈরী পরিবেশ স্বাস্থ্যসেবা প্রদানে বিঘ্ন ঘটাচ্ছে, যা ক্রমবর্ধমান অনুপস্থিতির রীতি বৃদ্ধি এবং নৈতিকতা খর্ব করছে।
উভয় এসোসিয়েশন স্বাস্থ্যসেবা কর্মীদের জরুরী সুরক্ষা প্রদানের প্রয়োজনীয়তা এবং ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিতকরনের ওপর গুরুত্ব আরোপ করেন। মেডিকেল পেশাজীবিগন ছাড়াও আফ্রিকা ও এশিয়ার দেশসমূহ থেকে আগত শিক্ষার্থীরাও তাদের গায়ের চামড়ার রংয়ের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন, এধরনের গাত্রবর্ন সহজেই দাঙ্গাকারীদের হামলার কারন সৃষ্টি করতে পারে বলে তারা শংকিত।
গত কয়েকদিন ধরৈ উগ্র ডানপন্থীরা যুক্তরাজ্যে মুসলিম, সংখ্যালঘু জনগোষ্ঠী ও অভিবাসীদের লক্ষ্য করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button