যুক্তরাজ্যের প্রোপার্টি মার্কেটে বছরে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জিসিসি

গালফ্ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ভিত্তিক বিনিয়োগকারীরা যুক্তরাজ্যের প্রোপার্টি মার্কেটে বার্ষিক ৪ বিলিয়ন ডলারেরও বেশী অর্থ বিনিয়োগের প্রত্যাশা করছে। অনুকূল অর্থনৈতিক পরিস্থিতির দরুন তারা তা করতে আগ্রহী। সম্প্রতি এক নতুন প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। লন্ডনভিত্তিক শরিয়া অনুসারী আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব লন্ডন এবং দ্য মিডিল ইস্ট এর এক বিশ্লেষনে দেখা গেছে, বেশ কিছু কারনে এই ফান্ডিং বা অর্থায়ন বৃদ্ধি পাচ্ছে যার মধ্যে অন্যতম হলো, সুদের হার ও সম্পত্তির মূল্য হ্রাস। এসবই যুক্তরাজ্যে সম্পত্তির প্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারন।
শুধুমাত্র ২০২৩ সালেই জিসিসি বিনিয়োগকারীরা বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদী আরবের বিনিয়োগকারীরা যুক্তরাজ্যের রিয়েল এস্টেট খাতে ২৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। বিএলএমই’র রিয়েল এস্টেট ফাইন্যান্স এন্ড প্রাইভেট ব্যাংকিং এর প্রধান অ্যান্ডি থমসন বলেন, যুক্তরাজ্য একটি নতুন সরকার পেয়েছে। ২০১৬ সাল থেকে ব্রেক্সিট সিদ্ধান্ত অন্ত:সারশূন্যতায় স্থান নিয়েছে এবং যুক্তরাজ্যের রাজনৈতিক দৃশ্যপট ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্থিতিশীল হিসেবে প্রতিভাত। এছাড়া সুদের হার ২০২৪ এবং ২০২৫ সালে হ্রাস পাবার পূর্বাভাস প্রদান করা হয়েছে, যার সাথে যুক্ত হয়েছে বানিজ্যিক সম্পত্তির নিম্নমুখী প্রবনতা।
এর ফলে যুক্তরাজ্য জিসিসিভুক্ত দেশ থেকে ক্রমবর্ধমান হারে ইনওয়ার্ড ইনভেস্টমেন্টের অনুকুল পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিএলএমই’র গবেষনা অনুসারে, সাক্ষাতকার প্রদানকারীদের মধ্যে ৮৭ শতাংশ লোক বলেছেন, সুদের হ্রাসকৃত হার জিসিসিভুক্ত দেশসমূহের বিনিয়োগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ন কারন হবে আগামী বছরব্যাপী। গবেষনা প্রতিবেদনটি গত ২৬ এপ্রিল ও ৫ জুনের মধ্যবর্তী সময়ের জরীপের ভিত্তিতে তৈরী করা হয়। ১৬ জুন জিসিসি বিনিয়োগ বিশেষজ্ঞ এতে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button