অক্টোবর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের বিল
গ্রেট ব্রিটেন জুড়ে আগামী অক্টোবর থেকে জ্বালানি বিল বৃদ্ধি পাচ্ছে। দেশটির একটি সাধারণ গৃহস্থালীতে গ্যাস ও বিদ্যুৎ বিল গড়ে ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজর ৭১৪ পাউন্ডে উন্নীত হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন জ্বালানি বিষয়ক অন্যতম বিশ্লেষক ও পরামর্শক সংস্থা কর্নওয়াল ইনসাইট এর বিশ্লেষকগণ।
বিশ্লেষকদের অভিমত, সরকারের এনার্জি প্রাইস ক্যাপ অর্থাৎ জ্বালানির মূল্য সীমা গড় ডুয়েল ফিউয়েল বিলকে বর্তমানে ১ হাজার ৫৬৮ পাউন্ড থেকে ১ হাজার ৭১৪ পাউন্ডে উন্নীত করবে। এনার্জীর রেগুলেটর ‘অফজেম’ আগামী শুক্রবার তাদের জ্বালানির পরবর্তী প্রাইস ক্যাপ বা মূল্যসীমা অক্টোবর থেকে ডিসেম্বরে শেষ পর্যন্ত সময়ের জন্য নির্ধারণ করার সম্ভবনা রয়েছে। যদি বিশ্লেষকদের পূর্বাভাস সঠিক হয় তবে প্রাইস ক্যাপ গত শীতকালে ১ বছরের জন্য নির্ধারিত করে দেওয়া গ্যাস ও বিদ্যুতের প্রাইসের চেয়ে অর্থাৎ ১ হাজার ৮৩৫ পাউন্ডের চেয়ে ১২১ পাউন্ড কম হবে। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে তখন বৈশ্বিকভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটেছিল। এর ফলে ব্রিটেনেও জ্বালানির দাম বেড়েছিল।
যাই হোক, ক্যাম্পেইনাররা এই বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, এবারের শীতে উচ্চবিল গৃহস্থালি গুলোতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে। বছরের পর বছর জ্বালানি বিল বৃদ্ধি তাদের ঋণ বৃদ্ধি করেছে। পরিসংখ্যান অনুসারে জ্বালানি ঋণ রেকর্ড উচ্চতায় অর্থাৎ ৩ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। কর্নওয়াল ইনসাইট এর মুখ্য পরামর্শক ক্রেইগ লাউরি বলেন, শীতকাল যখন আসন্ন, তখন এই খবর শোনার মতো অবস্থায় নেই গৃহস্থালি গুলো। প্রাইস ক্যাপের ক্ষেত্রে পরপর দুটি হ্রাসের পর, আমি নিশ্চিত, অনেকে আশা করেন আমরা হয়তো ক্রমশ সংকটপূর্ব অবস্থার দিকে ফিরছি। এসব সত্ত্বেও আমরা সাম্প্রতিক সময়ের উচ্চ মূল্যে যেমন ফিরে যাব বলে মনে করি না, আবার স্বাভাবিক অবস্থায়্ও ফিরে যাওয়ার আশা করিনা।
উল্লেখ্য, কত ২০২২ সালের শীতে ৮৪ লাখ গৃহস্থালিতে ১ কোটি ১৫ লাখ পেনশনারকে ১০০ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত ভাতা প্রদান করা হয়।