যুক্তরাজ্য তুরস্কের পণ্য আমদানিতে শীর্ষে

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গত এক মাসে তুরস্ক যুক্তরাজ্যে ১.২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বৈশ্বিক অর্থনীতিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ সত্বেও বিশ্বের বিভিন্ন দেশে তুর্কি পণ্যের চাহিদা তীব্র। ইউরোপে তুরস্ক তাঁর পণ্য রপ্তানিতে গতি সঞ্চার করেছে। এই মহাদেশের মধ্যে যুক্তরাজ্য হচ্ছে তুর্কি পণ্য আমদানির শীর্ষ দেশ। গত মাসের পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে। টার্কিশ এক্সপোর্টস এসেম্বলি (টিআইএম) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে যুক্তরাজ্যে তুরস্কের পণ্য রপ্তানি ৩৪৮.৩ মিলিয়ন ডলার বৃদ্ধি পায় এর আগের বছরের একই সময়ের তুলনায়। ওই মাসে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে অটোমোবাইল পণ্য, যার পরিমাণ ৪৫৮.১ মিলিয়ন ডলার। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি হয়েছে ১৫৫.৯ মিলিয়ন ডলারের। রেডিমেড গার্মেন্টস রপ্তানি হয়েছে ১৩৬ মিলিয়ন, কেমিক্যাল সামগ্রী ৮৭ মিলিয়ন এবং ইস্পাত সামগ্রী ৪৯.৮ মিলিয়ন ডলারের। এছাড়া গত জুলাই মাসে তুরস্ক জার্মানিতে ১.৫৬ মিলিয়ন, যুক্তরাজ্য ১.২৫ মিলিয়ন, ইতালিতে ৯৬৭.২ মিলিয়ন এবং ইরাকে ৮৫৮.৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।
দেখা গেছে, তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক কোম্পানিগুলো যুক্তরাজ্যে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে, যার পরিমাণ ৪৭৭.৪ মিলিয়ন ডলার। এর পরের স্থানে আছে নিকটস্থ প্রদেশ কুচাইলি। প্রদেশটি রপ্তানি করেছে ২৩৮.৯ মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোরসা প্রদেশ থেকে রপ্তানি হয়েছে ৯১.৫ মিলিয়ন ডলারের পণ্য। তুরস্কের চতুর্থ স্থানে থাকা পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ রপ্তানি করেছে ৭২.৭ মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button