ইসরাইলের সাথে তুরস্কের বানিজ্য সম্পূর্ন স্থগিত
তুরস্কের বানিজ্যমন্ত্রী ওমর বোলাত ইসরাইলের সাথে কোন ধরনের বানিজ্যিক কর্মকান্ড বহাল থাকার দাবি জোরালোভাবে অস্বীকার করে বলেছেন, ইসরাইলের সাথে তুরস্কের বানিজ্য সম্পূর্ন স্থগিত। তিনি বলেন, আংকারা গত মে মাসে ইসরাইলের সাথে সব ধরনের ব্যবসা বানিজ্য স্থগিত করেছে এবং তা অব্যাহত থাকবে।
এক বিবৃতিতে বোলাত বলেন, তুরস্ক ইসরাইলের সাথে আমদানি ও রফতানিসহ সব ধরনের ব্যবসা বানিজ্য বন্ধ করেছে। যতোদিন না তেল আবিব একটি স্থায়ী যুদ্ধ বিরতি ও গাজায় বিনা বাধায় মানবিক ত্রান সামগ্রী প্রেরনের অনুমতি দেবে ততোদিন এটা অব্যাহত থাকবে। বোলাত বলেন, আমাদের কাস্টমস্ সিস্টেম ইসরাইলের সাথে সকল বানিজ্যিক কর্মকান্ডের বিষয় সম্পূর্ন বন্ধ রেখেছে।
বোলাত আরো বলেন, তুরস্ক পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পূর্ব জেরুসালেম, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনী কর্তৃপক্ষসমূহের ব্যবসা সাথে বানিজ্যের অনুমতি দেবে, যেক্ষেত্রে ফিলিস্তিনী কর্তৃপক্ষসমূহ নিশ্চিত করবে যে, ঐসব পন্য ফিলিস্তিনে যাবে এবং ফিলিস্তিনীরা রফতানি করবে।
তিনি আরো জানান, ফিলিস্তিনীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ রফতানির ২৫ শতাংশ হয় তুরস্কের সাথে, যার মূল্য প্রায় ৭.৭ বিলিয়ন ডলার।
এদিকে তুরস্ক শুধু ইসরাইলের সাথে বানিজ্য স্থগিত করেই ক্ষান্ত হয়নি বরং ইসরাইলের ওপর বানিজ্য নিষেধাজ্ঞা আরোপের জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে। বোলাত বলেন, তুরস্কের এধরনের তৎপরতার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনী জনগনের প্রত্যাশা পূরন এবং ফিলিস্তিনীদের প্রতি তাদের সমর্থন তুলে ধরা। ফিলিস্তিনের সাথে বানিজ্যকৃত সকল পন্য ফিলিস্তিনীদের জন্যই করা হচ্ছে এবং এসবই অফিশিয়েল ডাটায় লিপিবদ্ধ থাকছে।
বলা বাহুল্য, অবিলম্বে যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের আহ্বান সম্বলিত একটি প্রস্তাবকে অবজ্ঞা করে ইসরাইল গাজায় তার বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলী হামলায় গাজায় প্রায় সকল জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর সাথে আছে অবরোধ, যার ফলে গাজায় খাদ্য, পানীয় ও ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আংকারা গত মে মাসে ইসরাইলের সাথে সব ধরনের ব্যবসা বানিজ্য স্থগিত করেছে এবং তা অব্যাহত থাকবে। এক বিবৃতিতে বোলাত বলেন, তুরস্ক ইসরাইলের সাথেআমদানি ও রফতানিসহ সব ধরনের ব্যবসা বানিজ্য বন্ধ করেছে। যতোদিন না তেল আবিব একটি স্থায়ী যুদ্ধ বিরতি ও গাজায় বিনা বাধায় মানবিক ত্রান সামগ্রী প্রেরনের অনুমতি দেবে ততোদিন এটা অব্যাহত থাকবে।