ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান আরব লীগের

গাজায় গণহত্যামূলক হামলার জবাবে ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন আরব লীগের প্রতিনিধিরা। এক বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়েছেন। মিশরের রাজধানী কায়রোতে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে তারা এ আহবান জানান।
আরব লীগের প্রতিনিধিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা, বলপূর্বক বাস্তুচ্যুতি এবং জাতিগত নির্মূল অভিযানের অপরাধসমূহের অবসানে আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন এই বিবৃতিতে।
বিবৃতিতে গাজায় বিশেষ করে গাজার উত্তর অঞ্চলে ইসরাইলি বর্বরতার নিন্দা জানানো হয়, যেখানে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার সুযোগে গোটা এলাকা জনশূন্য করে ফেলার লক্ষ্যে একটি পদ্ধতিগত পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এছাড়া আরব লীগ ইসরাইলে অব্যাহত সামরিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। তারা ইসরাইলে কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য আনতে অধিকতর জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যেমন- জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের অংশগ্রহণ স্থগিত করুন এবং আন্তর্জাতিক আদালত সমূহে আইনানুগ পদক্ষেপ। আরব লীগের বৈঠক থেকে পূর্বতন শীর্ষ বৈঠক ও মন্ত্রীদের গৃহীত সিদ্ধান্ত সমূহ উল্লেখপূর্বক ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানানো হয়।
আরব লীগ জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের অংশগ্রহণ স্থগিতকরণ এবং ইসরাইলের বসতি স্থাপনকারীদের অবৈধ বসতকারী সন্ত্রাসী সত্তা হিসেবে আখ্যায়িত করার মতো পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে। এছাড়া আরব দেশগুলোর এই সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে একটি গণহত্যা মামলায় সহায়তা প্রদানের পক্ষে কথা বলার জন্য এবং চলমান গণহত্যায় তাদের ভূমিকার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) প্রতিও আহ্বান জানায়।
বৈঠকে মানবিক সহায়তা কর্মসূচির বিরুদ্ধে ইসরাইলি বাধাদান প্রচেষ্টারও সমালোচনা করা হয়। এক্ষেত্রে ইউএন এজেন্সি ফর প্যালেস্টেনিয়ান রিফিউজিস’কে লক্ষ্যবস্তুকরণ ও ত্রাণ বিতরণ নিষিদ্ধ করে প্রণীত ইসরাইলি আইনের কথাও উল্লেখ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button