যুক্তরাজ্যে তুরস্কের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্যে চুক্তি সম্পাদিত
সম্প্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেছেন, তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান ফ্রী ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) তুরস্কের কৃষি পণ্য যুক্তরাজ্যের মার্কেটে পৌঁছে দেবে। ব্রেক্সিটের পর বাণিজ্যের ধারা ও সরবরাহ অব্যাহত রাখতে ২০২১ সালে তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
গত সপ্তাহে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি চুক্তি হালনাগাকরণ ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য লন্ডনে বৈঠক করেন। ২০২২ সালে দুই দেশের ব্যবসায়ীদের জন্য একটি জোরালো আইনি ভিত্তি গঠনের লক্ষ্যে বিনিয়োগ ও অতিরিক্ত কৃষি কন্সেশনসহ চুক্তি সম্প্রসারণ এর প্রচেষ্টা শুরু হয়।
বোলাত বলেন, বিদ্যমান চুক্তি তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে অব্যাহতভাবে বাণিজ্যিক কর্মকান্ডে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যের শর্তাবলী সুরক্ষা ও অনিশ্চয়তা কমাতেও এটা ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, ২০২১ সালে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে বছর ওয়ারী প্রায় ১৫ শতাংশ বাণিজ্য বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বাণিজ্যের পরিমাণও রক্ষণাবেক্ষণ হচ্ছে। তিনি বলেন, সম্প্রসারিত চুক্তি তুরস্কের ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে একটি অধিকতর নিরাপদ পরিবেশ দেবে বিনিয়োগের ক্ষেত্রে এবং পারস্পরিক বিনিয়োগের জন্য একটি অধিকতর শক্তিশালী আইনি ফ্রেমওয়ার্ক সৃষ্টি করবে।
বোলাত বলেন, তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা উৎসাহিত হবে সম্প্রসারিত চুক্তির বিনিয়োগ অধ্যায়ে এবং এতে সার্ভিস বা সেবা খাতের অন্তর্ভুক্তি স্বাস্থ্য, পর্যটন, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং এবং নতুন ব্যবসা মডেলসমূহের উন্নয়নসহ সহযোগিতার সম্ভাবনাকে বর্ধিত সমৃদ্ধ করবে। এতে উভয় দেশই পারস্পরিকভাবে উপকৃত হবে।
তিনি বলেন, এসব প্রতিযোগিতাপূর্ণ খাতসমূহে তুরস্কের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর অন্তর্ভুক্তি যুক্তরাজ্যের মার্কেটে এগুলোর উপস্থিতিকে অধিকর কার্যকর করবে। চুক্তির সম্প্রসারণ তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যেকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি টেকসই ও অধিকতর উন্নত পর্যায়ে নিয়ে যাবে এবং এতে দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক ফায়দা হাসিল হবে।